কোটায় মেডিক্যাল পড়ুয়ার রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের কোটায় ফের পড়ুয়ার মৃত্যু। ঘর থেকে উদ্ধার হল ছাত্রীর ঝুলন্ত দেহ। মৃতার নাম প্রাচী মীনা (২১)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোটার আকাশবাণী কলোনিতে তিন বোনের সঙ্গে বসবাস করতেন মীনা। অভিযোগ, শুক্রবার দুপুরে তাঁর এক বোন মীনাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখেন। এরপরই চিৎকার শুরু করেন তিনি। তাঁর চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। কোনও মতে মীনাকে উদ্ধার করে নিকটবর্তী একটি সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার পরিবারের দাবি, সম্প্রতি পরীক্ষায় মীনা খারাপ ফল করেছিলেন। এর জেরে বেশ কয়েকদিন ধরেই তিনি মানসিক কষ্টে ভুগছিলেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মীনা আত্মঘাতী হয়েছেন। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলাও রুজু করেছে পুলিশ। তবে দেহের পাশ থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই আরও তথ্য দেওয়া যাবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।