• ‘ক্ষমতায় এলে ছিঁড়ে ফেলা হবে ওয়াকফ সংশোধনী’, তেজস্বীর সামনেই ঘোষণা RJD নেতার, তুঙ্গে বিতর্ক
    প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার ভোটের মুখে ওয়াকফ অস্বস্তিতে তেজস্বী যাদব। তাঁর সামনে দাঁড়িয়েই আরজেডির এমএলসি তথা সংখ্যালঘু মুখ কারি শোয়েব ঘোষণা করে দিলেন, “তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হলেই সব বিলের কাগজ ছিঁড়ে ফেলা হবে। সেটা ওয়াকফ বিল হোক বা অন্য কোনও বিল।” কারি শোয়েবের ওই মন্তব্যে প্রবল বিতর্ক তৈরি হয়েছে।

    কারি শোয়েব তেজস্বীকে সাক্ষী রেখেই ঘোষণা করেছেন, “আপনাদের সবার উচিত ইন্ডিয়া জোটকে ভোট দেওয়া। যারা যারা সংসদে ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করেছেন সবাইকে শাস্তি পেতে হবে।” সংখ্যালঘুদের উদ্দেশে তাঁর আহ্বান, “আপনাদের সবার উচিত তেজস্বীকে ভোট দেওয়া। তেজস্বী মুখ্যমন্ত্রী হলে সব বিলের কাগজ ছিঁড়ে ফেলা হবে। সেটা ওয়াকফ বিল হোক বা অন্য কোনও বিল।” বিজেপির অভিযোগ, আরজেডির ওই নেতার কথাতেই স্পষ্ট ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে বিহারে লালুর আমলের জঙ্গলরাজ ফিরবে।

    ওয়াকফ সংশোধনী আইন মুসলিম স্বার্থবিরোধী বলে অভিযোগ তুলে বড়সড় আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ। দেশজুড়েই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। নয়া ওয়াকফ আইনের বিরোধিতার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। ইসলামিক সংগঠন তো বটেই, বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও একগুচ্ছ মামলা দায়ের হয়েছে। অতীতে ওয়াকফ বিক্ষোভকে কেন্দ্র করে একাধিক জায়গায় সাম্প্রদায়িক অস্থিরতাও তৈরি হয়েছে।

    সমস্যা হল, আরজেডির ওই নেতা মঞ্চ থেকে যেভাবে ওয়াকফ আইন বাতিলের কথা বললেন, তাতে বিজেপি মেরুকরণের অস্ত্র পেয়ে যেতে পারে। ২০২০ সালে কংগ্রেসের এক সংখ্যালঘু প্রার্থীকে ঘিরে বিতর্কের জেরে গোটা মধুবনী অঞ্চলে ধর্মীয় বিভাজন করার সুযোগ পেয়েছিল বিজেপি। এবার সেটার পুনরাবৃত্তি হতে দিতে চায় না ইন্ডিয়া জোট। আবার এবার কোনও মুসলিম মুখকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীও করা হয়নি। ফলে সংখ্যালঘুরা ক্ষুব্ধ। এই পরিস্থিতিতে এই ওয়াকফ আইন সংক্রান্ত বক্তব্যের বিরোধিতাও করতে পারছে না আরজেডি।
  • Link to this news (প্রতিদিন)