• ‘সরকার LIC’র বিনিয়োগ সিদ্ধান্তে হস্তক্ষেপ করে না’, আদানি রিপোর্টকে তোপ প্রাক্তন চেয়ারম্যানের
    প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋণগ্রস্ত আদানিদের বাঁচাতে LIC’র অর্থ ব্যবহার করেছে মোদি সরকার। ওয়াশিংটন পোস্টের এই রিপোর্ট ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। আদানি ও এলআইসি দুই সংস্থাই ওয়াশিংটন পোস্টের সেই অভিযোগ খারিজ করেছে। এবার ভারতীয় জীবন বিমা নিগমের প্রাক্তন চেয়ারম্যান সিদ্ধার্থ মোহান্তি এই ইস্যুতে মুখ খুললেন। তাঁর সাফ কথা, “সরকার কখনও এলআইসির বিনিয়োগে সরাসরি হস্তক্ষেপ করে না।”

    সম্প্রতি ‘ওয়াশিংটন পোস্ট’ এক বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করেছে। মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৫ সালের মে মাসে আদানি গোষ্ঠী যখন ঋণে জর্জরিত। সেসময় এলআইসির তরফে ৩৯০ কোটি ডলার বিনিয়োগ করা হয়। ‘ওয়াশিংটন পোস্ট’-এর দাবি ছিল, সেসময় আদানিদের প্রতি আস্থা দেখাতে সরকারের কলকাঠিতেই ওই বিনিয়োগের সিদ্ধান্ত। ওই রিপোর্টকে হাতিয়ার করে কেন্দ্রকে কোণঠাসা করা শুরু করে কংগ্রেস-সহ বিরোধী শিবির।

    যদিও এলআইসি এবং আদানি, দুই সংস্থাই সব অভিযোগ খারিজ করেছে। এলআইসি বিবৃতি দিয়ে দাবি করেছে, “এলআইসি-র লগ্নির সিদ্ধান্ত অন্য কারণ দ্বারা প্রভাবিত বলে অসত্য, ভিত্তিহীন দাবি করা হয়েছে একটি প্রতিবেদনে। সেখানে যেমন অভিযোগ তোলা হয়েছে, আদানি গোষ্ঠীতে টাকা ঢোকানোর উদ্দেশ্যে তেমন কোনও নথি বা পরিকল্পনা এলআইসি তৈরি করেনি।’ আদানি গোষ্ঠীরও দাবি, তাঁদের সংস্থায় এলআইসির বিনিয়োগের জন্য সংস্থা তৃতীয় কারও সাহায্য নেয়নি। কোনও রকম সরকারি হস্তক্ষেপও অস্বীকার করেছে সংস্থা।

    এলআইসির প্রাক্তন চেয়ারম্যান সিদ্ধার্থ মোহান্তিও একই কথা বলছেন। তাঁর বক্তব্য, “আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, সরকার কখনও এলআইসির বিনিয়োগ সিদ্ধান্তে হস্তক্ষেপ করে না। প্রত্যক্ষভাবেও না, পরোক্ষভাবেও না। তাই আমি বলব ওয়াশিংটন পোস্টের উচিত ওই ভিত্তিহীন রিপোর্ট প্রত্যাহার করা এবং এই ধরনের রিপোর্ট আগামী দিনে পোস্ট না করা।” উল্লেখ্য, এলআইসির মতো বৃহৎ পুঁজির রাষ্ট্রায়ত্ত সংস্থা এই ধরনের বেসরকারি সংস্থায় বিনিয়োগ করেই থাকে। এতে নতুন কিছু নেই। ওয়াকিবহাল মহলের একাংশের বক্তব্য, এই বিনিয়োগের নেপথ্যে রাজনীতি খোঁজা অহেতুক। সব মিলিয়ে আদানিদের বিভিন্ন সংস্থার সংস্থায় ৩৬ হাজার কোটি টাকার বিনিয়োগ আছে LIC’র। এত বড় বিমা সংস্থার নিরিখে হিসাব করলে সংখ্যাটা একেবারেই সামান্য।
  • Link to this news (প্রতিদিন)