‘নয়ডার আন্তর্জাতিক বিমান বন্দর উত্তরপ্রদেশের উন্নয়নের প্রতীক’, পরিদর্শনের পর বললেন যোগী
প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
হেমন্ত মৈথিল, লখনউ: নয়ডার আন্তর্জাতিক বিমান বন্দর পরিদর্শন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অভ্যন্তরীণ টার্মিনালের অগ্রগতি থেকে নিরাপত্তা ব্যবস্থা, ট্র্যাফিক ব্যবস্থাপনা-সহ সামগ্রিক নির্মীয়মাণ কাজ খতিয়ে দেখেন তিনি। এরপরই তিনি বলেন, ”নয়ডার আন্তর্জাতিক বিমান বন্দর উত্তরপ্রদেশের উন্নয়নের প্রতীক।”
এদিন পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী সর্বোচ্চ মান বজায় রেখে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিটি কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। পাশাপাশি উদ্বোধনের প্রস্তুতি নিয়েও কোনও ধরনের শিথিলতা যেন না থাকে, তা নিয়েও সতর্ক করেন। বিমান বন্দর চত্বর এবং আশপাশের এলাকা জুড়ে সৌন্দর্য বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের উপরও জোর দেন তিনি। বিমান বন্দরের সংযোগকারী সড়ক ও মেট্রো প্রকল্পগুলি সময়মতো সম্পন্ন করার পাশাপাশি নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থাপনার জন্য সুনির্দিষ্ট, সমন্বিত পরিকল্পনা গ্রহণেরও আহ্বান জানান যোগী।
যমুনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রাইভেট লিমিটেডের সিইও ক্রিস্টোফ স্নেলম্যান মুখ্যমন্ত্রীকে অসামরিক বিমান চলাচল, নিরাপত্তা, বম্ব স্কোয়াড সম্পর্কিত তথ্য দেন মুখ্যমন্ত্রীকে। যোগী বিমানবন্দরের কার্যক্রমের সমস্ত প্রযুক্তিগত, নিরাপত্তা এবং প্রশাসনিক দিক পর্যালোচনা করেন। পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশও দেন তিনি। জানিয়ে দেন, যাত্রীরা যাতে নিরাপদ ও সুষ্ঠু পরিষেবা পান তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। সেই সঙ্গেই কাজের অগ্রগতিও নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
এনআইএএল-এর সিইও রাকেশ কুমার সিং এবং নোডাল অফিসার শৈলেন্দ্র ভাটিয়া মুখ্যমন্ত্রী যোগীকে বিমানবন্দরের যোগাযোগকারী সড়ক ইত্যাদি সম্পর্কে অবহিত করেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, যাত্রীদের জন্য নিরাপদ, মসৃণ এবং সুবিধাজনক অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য সমস্ত প্রস্তুতি সময়মতো সম্পন্ন করতে হবে। সেই সঙ্গেই অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণেও রাখতে হবে। এছাড়াও, মুখ্যমন্ত্রী যোগী আসন্ন জনসভা এবং সমাবেশের প্রস্তুতি নিয়েও পর্যালোচনা করেন এদিন।