• ‘অপরাধীদের আড়াল করা হচ্ছে’, মহারাষ্ট্রে মহিলা চিকিৎসকের ‘আত্মহত্যা’র ঘটনায় বিজেপিকে তোপ রাহুলের
    প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার ধর্ষণ করেছেন পুলিশ আধিকারিক! এই অভিযোগ তুলে মহারাষ্ট্রে আত্মঘাতী হয়েছেন এক মহিলা চিকিৎসক। মৃত্যুর আগে নিজের হাতের তালুতেই সুইসাইড নোট লেখেন ওই তরুণী। সেই ঘটনায় এবার বিজেপিকে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বলেন, “আসল অপরাধীদের আড়াল করা হচ্ছে।” গোটা ঘটনটিকে তিনি ‘প্রাতিষ্ঠানিক খুন’ বলেও আখ্যা দিয়েছেন।

    রাহুল তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘ক্ষমতায় থাকা ব্যক্তিরা যখন অপরাধীদের ঢাল হয়ে দাঁড়ায়, তখন তাঁদের কাছ থেকে কি ন্যায়বিচার আশা করা যায়? মহারাষ্ট্রে ওই মহিলা চিকিৎসকের মৃত্যু বিজেপি সরকারের মুখোশ খুলে দিয়েছে। এই সরকার অমানবিক এবং অসংবেদনশীল। বিচারের এই লড়াইয়ে আমরা মৃতার পরিবারের পাশে রয়েছি। আমরা ন্যায়বিচার চাই।’ তিনি আরও লেখেন, ‘এটি কোনও আত্মহত্যার ঘটনা নয়। এটি প্রাতিষ্ঠানিক খুন।’

    গত বৃহস্পতিবার রাতে আত্মঘাতী হন ওই তরুণী। মহারাষ্ট্রের ফল্টন উপজেলা হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। মৃত্যুর আগে তিনি নিজের বাঁ হাতে লেখেন, “আমার মৃত্যুর জন্য দায়ী পুলিশ ইনস্পেক্টর গোপাল বাদনে। আমাকে চারবার ধর্ষণ করেছেন তিনি। পাঁচ মাস ধরে আমাকে শারীরিক এবং মানসিকভাবে তিনি নির্যাতন করেছেন।” এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোপালকে সাসপেন্ড করা হয়। চিকিৎসকের মৃত্যুর পরেই জানা যায়, স্থানীয় ডিএসপির কাছে ফল্টনের তিন পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছিলেন তরুণী। প্রবল মানসিক চাপ দিয়েছেন বাদনে-সহ তিনজন পুলিশ আধিকারিক, এই মর্মে চিঠি লেখেন চিকিৎসক। সেই চিঠি দেওয়ার মাসচারেকের মধ্যেই চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যেই ঘটনায় মূল অভিযুক্ত সাব-ইন্সপেক্টর গোপালকে গ্রেপ্তার করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)