• আমেরিকা থেকে প্রত্যর্পণ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কুখ্যাত সদস্যের, হেফাজতে নিল হরিয়ানা পুলিশ
    প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কুখ্যাত গ্যাংস্টার লখবিন্দর কুমারকে আমেরিকা থেকে ফেরাল ভারত। সিবিআইয়ের বিশেষ দল পলাতক এই দুষ্কৃতীকে নিয়ে শনিবার দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। দেশে ফেরানোর পর তাঁকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ। ভারতের ওয়ান্টেড লিস্টে থাকা এই অপরাধীর প্রত্যর্পণ সিবিআইয়ের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

    সিবিআইয়ের তরফে জানা গিয়েছে, এই লখবিন্দর হরিয়ানায় তোলাবাজি, হুমকি, বেআইনি অস্ত্র রাখা, খুন ও খুনের চেষ্টার মতো একাধিক অপরাধে যুক্ত। তার ওয়ারেন্ট জারি হয়েছিল হরিয়ানা পুলিশের তরফে। তবে পুলিশের হাত থেকে বাঁচতে ভারত থেকে আমেরিকা পালিয়ে যায় এই কুখ্যাত দুষ্কৃতী। এই পরিস্থিতিতে কেন্দ্রের দ্বারস্থ হয় হরিয়ানা পুলিশ। সিবিআই হরিয়ানা পুলিশের অনুরোধে গত বছরের ২৬ অক্টোবর ইন্টারপোলের মাধ্যমে লখবিন্দরের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করে। তার ভিত্তিতেই আমেরিকা থেকে প্রত্যর্পণ করা হয় কুখ্যাত এই দুষ্কৃতীকে ২৫ অক্টোবর অভিযুক্তকে নিয়ে সিবিআই দিল্লি বিমানবন্দরে ফেরার পর লখবিন্দরকে গ্রেপ্তার করে হরিয়ানা পুলিশ।

    উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্ষেত্রে বারবার উঠে এসেছে এই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম। কানাডা এই গ্যাংকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে। অভিযোগ তোলা হয়েছে এই সংগঠন দীর্ঘদিন ধরে কানাডা এবং বিদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের মধ্যে সন্ত্রাস, ভয় ও তোলাবাজি চালিয়ে আসছে। অন্যদিকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সহযোগী সংগঠন গোল্ডি ব্রার সিন্ডিকেট-এর এক সদস্যকেও সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে আটক করা হয়েছে। জানা গিয়েছে, আমেরিকায় গ্রেপ্তার হওয়া ওই গ্যাংস্টার অমিত শর্মা। ভারতের সিবিআই ইন্টারপোল শাখা বর্তমানে অমিত শর্মার প্রত্যর্পণের প্রক্রিয়াও চালাচ্ছে। আধিকারিকদের তরফে জানা গিয়েছে, বিদেশে লুকিয়ে থাকা বিষ্ণোই ও ব্রার গ্যাংয়ের আরও একাধিক সদস্যকে চিহ্নিত করা এবং তাদের ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)