• দুই সন্তানকে শ্বাসরোধ করে ‘খুন’! পরে ‘আত্মঘাতী’ মা, চাঞ্চল্যকর ঘটনা উত্তরপ্রদেশে
    প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই সন্তানকে শ্বাসরোধ করে খুনের পর আত্মঘাতী হলেন মা। শনিবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কাছওয়ার সেমরি গ্রামে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সঙ্গীতা। বয়স ৩৫ বছর। বেশ কয়েকবছর আগে হরিশ্চন্দ্র নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুই সন্তান ছিল। কিন্তু অভিযোগ, সঙ্গীতা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। প্রায়ই চিৎকার চেঁচামেচি করতেন। এমনকী মাঝেমাঝেই হিংস্র হয়ে উঠতেন বলে অভিযোগ। জানা গিয়েছে, শনিবার হরিশচন্দ্র দুই সন্তানকে বাড়িতে রেখে বাইরে বেরিয়েছিলেন। সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন সঙ্গীতা। অভিযোগ, প্রথমে তিনি তাঁর দুই সন্তানকে শ্বাসরোধ করে খুন করেন। তারপর গলায় দড়ি দিয়ে নিজে আত্মঘাতী হন। বাড়ি ফিরে হাড়হিম করা সেই দৃশ্য থেকে বিচলিত হয়ে পড়েন হরিশচন্দ্র। তড়িঘড়ি খবর দেন পুলিশে। দেহগুলিকে উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন তদন্তকারীরা।

    কাছওয়া থানার এক আধিকারিক অমরজিৎ সিং বলেন, “শনিবার সকালেই সঙ্গীতা বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফিরেছিলেন। বিকেলেই ঘটে যায় এই হাড়হিম ঘটনা। মৃত দুই শিশু হল শিবংশ (৩) এবং শুভঙ্কর (১৪ মাস)।” 
  • Link to this news (প্রতিদিন)