• বিকশিত উত্তরপ্রদেশের রোডম্যাপ, যোগীর দরবারে জমা পড়ল ৫৩ লক্ষ পরামর্শ
    প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
  • হেমন্ত মৈথিল, লখনউ: নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ‘সমর্থ উত্তরপ্রদেশ, বিকশিত উত্তরপ্রদেশ ২০৪৭’-এর সংকল্প। সেই সংকল্প রূপায়ণে প্রশাসনের ডাকে এখনও পর্যন্ত ৫৩ লক্ষ পরামর্শ পত্র জমা পড়েছে যোগীর দরবারে। শনিবার ২৫ অক্টোবর এই তথ্য প্রকাশ্যে এসেছে উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে।

    উন্নততর রাজ্য নির্মাণে ৫৩ লক্ষের মধ্যে ৪১.৫ লক্ষ পরামর্শ দিয়েছেন গ্রামীণ উত্তরপ্রদেশের বাসিন্দারা। অর্থাৎ ১১.৫ লক্ষ পরামর্শ পত্র পাঠিয়েছেন শহর এলাকার মানুষ। বয়স ভিত্তিক হিসাবও সামনে এসেছে। ৩১ বছর এবং তাঁর কম বয়সিদের পাঠানো পরামর্শ পত্রের সংখ্যা ২৬ লক্ষ। ৩১-৬০ বছর বয়সিদের পরামর্শ পত্রের সংখ্যা ২৫ লক্ষ। ২.৫ লক্ষ পরামর্শ পত্র পাঠিয়েছেন ৬০ বছর কিংবা তাঁর বেশি বয়সিরা।

    কৃষিক্ষেত্র নিয়ে পরামর্শ পড়েছে ১৩ লক্ষ, শিক্ষা ক্ষেত্র নিয়ে পরামর্শের সংখ্যা ১২.৫ লক্ষ। শহর উন্নয়নে পরামর্শ পড়েছে ১০.৭৭ লক্ষ। এছাড়াও ডেয়ারি, তথ্য প্রযুক্তি, পর্যটন, গ্রামউন্নয়ন, পরিকাঠামো, সমাজকল্যাণ, স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়ে পরামর্শ দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ। এই সমস্ত পরামর্শ বিবেচনা করেই আগামীর পথচলা নির্ধারণ করা হবে বলে যোগীর প্রশাসন সূত্রে খবর।
  • Link to this news (প্রতিদিন)