দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের বোমাবাজি ভাঙড়ে। শনিবার রাতে আইএসএফ নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। অভিযোগ তির তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের দাবি, আইএফএফের নিজেদের মধ্যে গন্ডগোলের জন্য এই বোমবাজির ঘটনা। তৃণমূলের উপর দোষ চাপানো হচ্ছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে উত্তর কাশীপুর থানার পুলিশ।
শনিবার গভীর রাতে ভাঙড়ের শানপুকুর অঞ্চলের চণ্ডীহাট এলাকায় আইএসএফ বুথ সভাপতি ইছা মোল্লার বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমবাজি করে বলে অভিযোগ। তাঁদের দাবি, আইএসএফ করার ‘অপরাধে’ ও মাছের ভেড়ির নিলামকে কেন্দ্রকে এই বোমাবাজি। ইছা মোল্লার দাবি, তিনি নিলামে অংশ নিয়েছিলেন সেখানে বেশি দাম হাঁকেন। তাতেই ভয় দেখাতে বোমাবাজি করা হয়েছে। ঘটনাস্থলে বোমার সুতলি পড়ে থাকতে দেখা গিয়েছে।
তৃণমূলের দাবি তারা কোনও ভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। আইএসএফের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই বোমাবাজি। স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, “তৃণমূল বোমাবাজি ঘটনা সমর্থন করে না। এই ঘটনার সঙ্গে কোনও ভাবে আমরা যুক্ত নই। ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ফল।” ঘটনার তদন্তে নেমেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।