দেব গোস্বামী, বোলপুর: প্রথা ভেঙে আবারও বিতর্কে বিশ্বভারতী। রবীন্দ্রনাথের প্রতিকৃতি ব্যবহার করে পোস্টার ও হোর্ডিং ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এই প্রথমবার কর্মসংস্থানের লক্ষ্যে আগামী ৬ এবং ৭ নভেম্বর বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে শিল্প-শিক্ষা সম্মেলন। যার নাম দেওয়া হয়েছে, ‘কনফ্লুয়েন্স ২০২৫’। উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারের। পাশাপাশি উপস্থিত থাকবেন দেশের প্রায় ৫৫টি শিল্প সংস্থার প্রতিনিধিরা। তবে এই সম্মেলনের পোস্টার ও হোর্ডিংয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহারকে কেন্দ্র করেই শুরু হয়েছে জোর বিতর্ক।
বিশ্বভারতীর প্রাক্তনী ও প্রবীণ আশ্রমিকদের দাবি, ‘শান্তিনিকেতন ব্রাহ্ম আশ্রম হিসাবেই প্রতিষ্ঠিত। কারও মূর্তি বা প্রতিকৃতি ব্যবহারের কোনও প্রথা নেই। বিশ্বভারতীর কোনও অনুষ্ঠানেও কখনও কবিগুরুর ছবি ব্যবহার করা হয় না।’ প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুর বলেন, “বিশ্বভারতী ক্যাম্পাসে রবীন্দ্রনাথের ছবি-সহ পোস্টার আগে কখনও দেখিনি। প্রথা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কোনও অনুষ্ঠানেই প্রতিকৃতি ব্যবহার হয় না।”
আশ্রমিক অপর্ণা দাস মহাপাত্রর কথায়, “ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে কর্মসংস্থানের লক্ষ্যে শিল্প-শিক্ষা সম্মেলনের উদ্যোগ প্রশংসনীয়। তবে রবীন্দ্রনাথের ছবিযুক্ত পোস্টার এই প্রথম দেখা গেল।” যদিও এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই সম্মেলন প্রসঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, “ওয়ার্ল্ড হেরিটেজ এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উৎকর্ষ ও কর্মসংস্থানের লক্ষ্যেই এই আয়োজন।”