• বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু বনগাঁ থানার এএসআইয়ের
    প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
  • জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ভোরবেলা স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেসময় দ্রুতগতিতে এসে ধাক্কা মারে একটি পণ্যবাহী গাড়ি। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন বনগাঁ থানার এএসআই। মৃত ওই পুলিশ আধিকারিকের নাম বিশ্বজিৎ চক্রবর্তী।

    পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, চাঁদপাড়া এলাকায় তাঁর পৈত্রিক বাড়ি। কর্মসূত্রে তিনি সপরিবারে বনগাঁয় থাকেন। গতকাল তিনি চাঁদপাড়ার বাড়িতে গিয়েছিলেন। আজ, রবিবার ভোরবেলা স্কুটি চালিয়ে বনগাঁয় ফিরছিলেন। যশোর রোডের উপর দিয়ে যাচ্ছিলেন তিনি। কালুপুর এলাকার কাছে দ্রুতগতিতে একটি পণ্যবাহী গাড়ি ওই বাইকটিকে ধাক্কা মারে। ওই পুলিশ আধিকারিক রাস্তায় ছিটকে পড়েন। স্কুটির সামনের দিকটি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। 

    দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বনগাঁ থানার পুলিশ কর্মী-আধিকারিকরা। বিশ্বজিৎ চক্রবর্তীকে উদ্ধার করে তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে বনগাঁ পুলিশ জেলা ওয়েলফেয়ার কমিটি তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছয়। দুঃসংবাদ পাঠানো হয় পরিবারের সদস্যদের। পরিবারের লোকজন হাসপাতালে ছুটে যান। কান্নার রোল ওঠে পরিবারের সদস্যদের মধ্যে। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি চলছে বিভিন্ন এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মর্মান্তিক ঘটনায় পুলিশ মহলেও শোকের ছায়া নেমেছে।  ওই পুলিশ কর্মী কাজে অত্যন্ত দক্ষ ছিলেন বলে খবর।  
  • Link to this news (প্রতিদিন)