‘সঠিক মানুষেরা বিজেপি করে না’, বনগাঁর গেরুয়া শিবিরের জেলা সভাপতির মন্তব্যে বিতর্ক
প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সঠিক মানুষেরা বিজেপি করে না! সোশাল মিডিয়ায় ভাইরাল বিজেপির জেলা সভাপতির এমনই এক মন্তব্য। যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। যদিও বিজেপি নেতার দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের জেলা বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ। সোশাল মিডিয়ায় ভাইরাল তারই একটি ভিডিও। যেখানে বিজেপি নেতাকে বলতে শোনা যায়, “সঠিক মানুষেরা কেউ বিজেপি করে না। যেসব অযোগ্য মানুষ আছে তারাই বিজেপি করে, তারাই প্রধান হয়ে যায়।” ভিডিও বার্তা নিয়ে শোরগোল সমাজমাধ্যমে। যদিও ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিকাশ ঘোষ। পালটা সাফাইও দিয়েছেন। তাঁর দাবি, “বক্তব্যের ভুল ব্যাখ্যা করছে তৃণমূল। বিজেপি নেতারা যেসব বক্তব্য রাখছেন সেগুলি এআই ব্যবহার করে বিভিন্ন মিথ্যা কথা ঢুকিয়ে দিচ্ছে। কাটিং করে সেই কথা বিজেপি নেতাদের মুখে লাগিয়ে দিচ্ছে। এগুলো বলে বাংলার মানুষকে বোঝাতে পারবে না।”
অন্যদিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল নেতৃত্ব। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষের বক্তব্য, “বিজেপি জেলা সভাপতি অকপটে স্বীকার করে নিয়েছেন তাঁদের দলের যাঁরা বিভিন্ন জনপ্রতিনিধি বা নেতৃত্বে আছেন তাঁদের রাজনৈতিকভাবে কোনও যোগ্যতা নেই। তাঁরা রাজনৈতিকভাবে অশিক্ষিত।” বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। চলছে চুলচেরা বিশ্লেষণ। তারই মাঝে বিজেপি নেতার কথা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক যুদ্ধ।