• বেপরোয়া গাড়ি ধাক্কা মেরে পালাল! চাকদহে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
    প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
  • সুবীর দাস, কল্যাণী: জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিলেন দুই যুবক। প্রবল গতিতে বেপরোয়া একটি গাড়ি এসে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ এলাকায়। মৃতের নাম শ্যামল সরকার। অন্য যুবক জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্যামল সরকার ও আলমগির মণ্ডল নাম দুই যুবক এলাকারই একটি গ্যারাজে কাজ করেন। আজ, রবিবার দুপুরে একটি চারচাকা গাড়ি ডেলিভারি করার জন্য দু’জনে যাচ্ছিলেন। চাকদহ সিংয়ের বাগানের ১২ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভাবের পাশে দু’জনে দাঁড়িয়েছিলেন। সেসময় পিছন থেকে একটি গাড়ি দ্রুতগতিতে এসে তাঁদের ধাক্কা মারে। দু’জনেই ছিটকে পড়ে যান।

    ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা ৩৭ বছর বয়সী শ্যামল সরকারকে মৃত বলে ঘোষণা করেন। ৩৪ বছর বয়সী আলমগিরের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাকদহ থানার পুলিশ। শ্যামল সরকারের বাড়ি চুয়াডাঙার দুধপুকুর এলাকায়। মৃত্যুর খবর শুনেই কান্নার রোল পড়েছে পরিবারের সদস্যদের মধ্যে। ঘাতক ওই গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে চাকদহ থানার পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)