বাংলাদেশে পাচারের চেষ্টা! বিএসএফের অভিযানে মুর্শিদাবাদ সীমান্তে উদ্ধার ১০ কোটির হেরোইন
প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টা চলছিল। অভিযান চালিয়ে সেই পাচারের চেষ্টা বাতিল করল সীমান্তরক্ষী বাহিনী। উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক। ওই মাদকের চলতি বাজারদর আনুমানিক প্রায় ১০ কোটি টাকা বলে জানিয়েছে বিএসএফ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়।
লালগোলার আষাড়িয়াদহ বর্ডার আউটপোস্ট। সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা টহল দিচ্ছিলেন। গতকাল, শনিবার রাতে জওয়ানরা দেখতে পান সীমান্ত এলাকার একটি অংশের ঝোপ নড়াচড়া করছে। সন্দেহ হওয়ায় দ্রুত ওই এলাকায় অভিযান চালান জওয়ানরা। ঝোপের মধ্যে কয়েকজন পাচারকারী ঘাপটি মেরেছিলেন! জওয়ানদের দেখে শেষপর্যন্ত পাচারকারীরা এলাকা থেকে পালান।
ওই এলাকায় খানাতল্লাশি করতেই বেরিয়ে পড়ে সাতটি বাদামি রঙের কার্টুন। সেগুলি খুলতে দেখা যায় প্রত্যেকটিতেই হেরোইনের প্যাকেট রয়েছে। বিএসএফ সূত্রে জানানো হয়েছে, মোট ৪ কেজি ৩৪০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। ওই নিষিদ্ধ মাদকের বাজারদর আনুমানিক ১০ কোটি টাকা। বিএসএফের প্রাথমিক অনুমান, পাচারকারীদের ওই মাদক বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। তার আগেই পাচারের ছক বানচাল করে ওই হেরোইন উদ্ধার সম্ভব হয়েছে। পাচারকারীরা ওই এলাকারই বাসিন্দা? নাকি বাইরে থেকে এসেছিলেন? সেই প্রশ্ন উঠেছে। পাচারকারীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার হবে। সেই কথা বিএসএফ সূত্রে জানানো হয়েছে।