দমদমে যুবককে পুড়িয়ে মারার চেষ্টা! নৈহাটি থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত সুশান্ত
প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
বিধান নস্কর, দমদম: দক্ষিণ দমদমে যুবককে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগের ঘটনায় গ্রেপ্তার ১ যুবক। উত্তর ২৪ পরগনার নৈহাটি থেকে তাঁকে গ্রেপ্তার করে নাগেরবাজার থানার পুলিশ। ধৃতের নাম সুশান্ত দাস। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। আজ রবিবার ধৃতকে বারাকপুর আদালতে তোলা হবে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চান তদন্তকারীরা। ঘটনায় অন্য দুই অভিযুক্ত পলাতক। ধৃত এই যুবককে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চালানোর চেষ্টা চলছে।
গত বুধবার দক্ষিণ দমদম পুরসভা অঞ্চলে এক যুবককে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। ১১ নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়া তারকনাথ কলোনিতে এই ঘটনা ঘটে। আক্রান্ত যুবকের শরীরের ২০ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। এই ঘটনায়, অভিযোগের তীর স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনুগামী সুশান্ত দাস এবং তার সহকারীদের বিরুদ্ধে।
ঘটনার দিন তারকনাথ কলোনির কালী প্রতিমা নিরঞ্জন করে এলাকায় দাঁড়িয়েছিল ওই এলাকার এক পরিবারের জামাই রঞ্জিত কর্মকার। সেই সময় কাউন্সিলর এবং তাঁর অনুগামী সুমন বন্দ্যোপাধ্যায় ও সুশান্ত দাস-সহ বেশ কয়েকজন তাঁকে আক্রমণ করেন বলে অভিযোগ। সামনে দাঁড়িয়ে থাকা বাইক থেকে পেট্রোল বের করে রঞ্জিতের গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। দিনেদুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত তিনজন পলাতক ছিলেন। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ওই এলাকায় কাউন্সিলরের অনুগামী সুশান্ত দাসের দাপট চলে। স্থানীয় কেউ তাঁর বিরুদ্ধে কিছুই করতে পারেনা।