• ফের চলন্ত বাসে আগুন, বরাতজোড়ে প্রাণে বাঁচলেন ৭০ জন যাত্রী
    এই সময় | ২৬ অক্টোবর ২০২৫
  • শুক্রবারই অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বাসে আগুন লেগে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। এই ঘটনার রেশ কাটার আগেই ফের আগুন লাগল চলন্ত বাসে। এ বার আগুন লাগে উত্তরপ্রদেশের আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে। রবিবার ভোর রাতে রেভারি টোল প্লাজার কাছে ওই আগুন লাগার ঘটনায় অবশ্য রক্ষা পেয়েছেন বাসযাত্রীরা।

    পুলিশ সূত্রে খবর, ডাবল ডেকার ওই স্লিপার বাসটি দিল্লি থেকে লখনৌ হয়ে গোন্ডা যাচ্ছিল। বাসে ছিলেন ৭০ জন যাত্রী। রেভারি টোল প্লাজার মাত্র ৫০০ মিটার আগে বাসটিতে আগুন লেগে যায়।

    পিটিআই সূত্রে খবর, বাসে আগুন লাগার খবর পাওয়ার পরেই সেখানে আসে পুলিশ এবং দমকল বাহিনী। তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে পুলিশ এবং দমকল আসার আগেই যাত্রীদের নিরাপদে বাইরে নিয়ে আসেন বাসের চালক এবং কন্ডাক্টর।

    পুলিশ জানিয়েছে, বাস চালকের দেওয়া প্রাথমিক তথ্য অনুসারে, বাসের একটি চাকাতেই প্রথমে আগুন লাগে। তা দ্রুত বাকি অংশে ছড়িয়ে পড়ে। তবে চালক তৎপর থাকায় অন্ধ্রপ্রদেশের ঘটনার পুনরাবৃত্তি হয়নি এখানে।

    জানা গিয়েছে, ওই বাসের মালিক যাত্রীদের জন্য বিকল্প আর একটি বাসের ব্যবস্থা করেন। তাতে করেই নিজেদের গন্তব্যে গিয়েছেন যাত্রীরা।

    প্রসঙ্গত,শুক্রবার ভোর রাতেই কুর্নুলে ,৪৪ নম্বর জাতীয় সড়কে, একটি এসি বাসে আগুন লাগে। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী বাসে ধাক্কা মারে একটি মোটরসাইকেল। তার ফলে আগুন লেগে মৃত্যু হয় ২০ জনের। ওই বাসের চালককে গ্রেপ্তার করাও হয়েছে।

  • Link to this news (এই সময়)