• ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা, পুরীতে সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা
    এই সময় | ২৭ অক্টোবর ২০২৫
  • ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপ থেকেই ঘূর্ণিঝড় ‘মান্থা’ আছড়ে পড়ার আশঙ্কা । এর জেরেই উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি করেছে ওডিশার প্রশাসন। বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে পুরীতেও। এই পরিস্থিতিতে সেখানে পর্যটকদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে পুরীর জেলা প্রশাসন।

    সোমবার থেকে বুধবার পর্যন্ত কাউকেই সমুদ্রে যেতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের মধ্যে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এমনিতেই সারা বছরই পুরীতে পর্যটকদের ভিড় লেগেই থাকে। এই আবহাওয়ার মধ্যেও সেখানে ভিড় করেছেন পর্যটকরা। রবিবার থেকেই সেখানে পর্যটকদের সতর্ক করার কাজ শুরু করে দেওয়া হয়েছে। পাশাপাশি, সেখানে লাইফগার্ডদের সতর্ক থাকতে এবং পর্যটকদের সুরক্ষা প্রোটোকল সম্পর্কে অবহিত করতে বলা হয়েছে।

    পুরীর বিচের নিরাপত্তার দায়িত্বে থাকা আউটপোস্টের ইনচার্জ জিগাংশু বেহেরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের জন্য ব্লু ফ্ল্যাগ বিচ এবং নীলাদ্রি বিচ-সহ অন্যান্য এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। সেই সঙ্গেই সেখানে উপযুক্ত সরঞ্জাম-সহ লাইফগার্ড মোতায়েন করা হয়েছে। তিনি জানিয়েছেন, সোমবার থেকে বুধবার পর্যন্ত কোনও পর্যটককেই সমুদ্রে নামতে দেওয়া হবে না। রবিবার থেকেই সেখানে পর্যটকদের সমুদ্রের খুব গভীরে না যাওয়ার পরামর্শ দেওয়ার কাজ শুরু করা হয়েছে।

    নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানিয়েছেন, এই ঘূর্ণিঝড়ের কারণে সেখানে সমুদ্র উত্তাল হতে পারে। সেই কারণে জোয়ারের সময়ে সেখানে পর্যটকদের সতর্ক করতে লাল পতাকা দেখানো হচ্ছে। তাঁরা জানিয়েছেন, সতর্কতা উপেক্ষা করেই বেশ কিছু পর্যটক সমুদ্রের গভীরে যাওয়ার চেষ্টা করছেন। তবে নিষেধাজ্ঞার সময়ে কেউ সমুদ্রে নামার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ করা হবে।

    অন্য দিকে, সোমবার এবং মঙ্গলবার ওডিশাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার দপ্তর। ওডিশার রাজস্ব ও দুর্যোগ মোকাবিলা দপ্তরের মন্ত্রী সুরেশ পুজারি জানিয়েছেন,এই পূর্বাভাস পাওয়ার পরেই ৩০টি জেলাতেই সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে মালকানগিরি, কোরাপুট, রায়গাদা, গজপতি এবং গঞ্জাম জেলায় রেল অ্যালার্ট জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গেই উপকূলবর্তী নীচু জায়গা থেকে বাসিন্দাদের সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)