• দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর উপরে অ্যাসিড হামলা, পলাতক অভিযুক্ত যুবক
    এই সময় | ২৭ অক্টোবর ২০২৫
  • দিল্লি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে অ্যাসিড হামলার অভিযোগ। ঘটনাটি ঘটে রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছেই। বর্তমানে ওই পড়ুয়া আরএমএল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে।

    জানা গিয়েছে, এ দিন সকালে নিজের কলেজের দিকে হেঁটে যাচ্ছিলেন ওই ছাত্রী। তাঁরই কয়েকজন পরিচিত যুবক বাইক নিয়ে এসে তাঁর সামনে দাঁড়ান। বাইকের এক আরোহী একটি বোতল বের করে অ্যাসিড জাতীয় তরল ওই তরুণীকে লক্ষ্য করে ছোড়েন। সঙ্গে সঙ্গে দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেন ছাত্রীটি। অ্যাসিড আক্রমণে তাঁর মুখ ক্ষতিগ্রস্ত হয়নি। তবে দু’টি হাত ক্ষতিগ্রস্ত হয়।

    পুলিশ জানিয়েছে, ওই বাইকে মোট তিন জন আরোহী ছিলেন। এর মধ্যে জিতেন্দ্র নামে এক যুবক ওই যুবতীর পূর্ব পরিচিত। জিতেন্দ্র’র সঙ্গে ছিলেন ঈশান এবং আরমান নামে আরও দুই যুবক। ঈশান আরমানকে অ্যাসিডের বোতল দেয়। সেই অ্যাসিড ছুড়ে মারে। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানিয়েছে, জিতেন্দ্র নামে ওই যুবক দীর্ঘদিন ধরেই তাঁকে জ্বালাতন করছিলেন। দু’জনের মধ্যে কিছুদিন আগে তীব্র বাদানুবাদও হয়। সেই আক্রোশেই অ্যাসিড হামলার ঘটনা কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর থেকেই তিন যুবক পলাতক।

  • Link to this news (এই সময়)