আজকাল ওয়েবডেস্ক: দিল্লির সারিতা বিহারে এক বৃদ্ধের উপর হামলা চালানো হলো। অবৈধ কাজের বিরুদ্ধে অভিযোগ করায় এই হামলার ঘটনাটি ঘটে। প্রতিবাদের জেরে প্রকাশ্য রাস্তাতেই বৃদ্ধের উপর হামলা করে অভিযুক্ত। ঘটনা ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। শুক্রবারে এই ঘটনাটি ঘটে৷ হামলার এক চাঞ্চল্যকর ভিডিওতে দেখা গিয়েছে, প্রকাশ্য দিনের আলোয় রড দিয়ে রঘুরায় সিংহকে মারধর করছে এক ব্যক্তি। অভিযুক্ত মোহিত কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহর ছেড়ে পালানোর আগেই তাকে হাতেনাতে ধরা হয়।
অভিযোগকারী রঘুরায় সিংহ তাঁর অভিযোগে জানিয়েছেন, তিনি গাড়ি নিয়ে লাজপত নগর যাওয়ার পথে আচমকা বাইকে দুই ব্যক্তি তাঁর পথ আটকায়। এরপর অভিযুক্ত মোহিত বাইক থেকে নেমে প্রথমে রড দিয়ে তাঁর গাড়ির কাচ ভেঙে দেয়। রঘুরায় গাড়ি থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই মোহিত রড নিয়ে তাঁকে আক্রমণ করে।
হামলার ভিডিওতে দেখা যাচ্ছে, রঘুরায় মাটিতে পড়ে গেছেন। মাটিতে পড়ে যাওয়া অবস্থাতেই তাঁর উপর বারবার আঘাত করে চলেছে মোহিত। আশপাশের লোকজন তাঁকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এক মহিলা রঘুরায়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে, মোহিত রড নিয়ে তাঁর দিকেও তেড়ে যায়। মোহিত আঘাত করতে থাকলে, রঘুরায়ের কনুইয়ের কাছ থেকে রক্ত ঝরতে দেখা যায়। তিনি অভিযোগে জানিয়েছেন, হামলার পর আক্রমণকারী এবং তার সঙ্গী বাইকে চড়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
পরে রঘুরায়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে মোহিতের খোঁজ শুরু করে পুলিশ। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারীরা খবর পান যে, মোহিত আনন্দ বিহার বাস টার্মিনাল থেকে বাসে চেপে মিরাটে পালাতে পারে। পুলিশ আরও জানতে পারে, পরিচয় গোপন করার জন্য মোহিত তার দাড়ি কামিয়ে ফেলেছে। সময়মতো বাস্ট্যান্ডে পৌঁছে মোহিতকে হাতেনাতে ধরে ফেলে পুলিশের একটি দল।
জিজ্ঞাসাবাদের সময় মোহিত পুলিশকে জানায়, সে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের ব্যবসা করে এবং কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি সাড়াইয়ের জন্য রাজধানীর বড় বাজার নেহরু প্লেসে কাজ করে। তদন্তে পুলিশ আরও জানতে পারে, অতীতেও তার বিরুদ্ধে একটি হামলার মামলা ছিল। রঘুরায়কে আক্রমণের কারণ জিজ্ঞাসা করা হলে মোহিত জানায়, বৃদ্ধ ব্যক্তি তার বিল্ডিংয়ের অবৈধ কাজ নিয়ে পুর কর্তৃপক্ষ এবং পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের জেরেই ভেঙে ফেলার নির্দেশ আসে। এই রাগে সে রঘুরায়কে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়।
উপ-পুলিশ কমিশনার আদিত্য গৌতম বলেন, মোহিতকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়েছে । তিনি জানান, "পালিয়ে যাওয়ার আগেই আমরা অভিযুক্তকে ধরতে পেরেছি। এর ফলে আক্রান্ত ব্যক্তি সুবিচার পাবেন।"