• রেসকোর্সের ধারে কাপড়ে ঢাকা গাড়ি!  টর্চ ফেলতেই দেখা গেল ভেতরে যুবক-যুবতী... এ কী অবস্থা!...
    আজকাল | ২৭ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শনিবার ভোর রাতে কলকাতার হেস্টিংস থানার অধীনে হসপিটাল রোডে ঘটে এক রহস্যময় ঘটনা, যা ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভোররাত থেকে ফুটপাথের ধারে একটি সাদা রঙের গাড়ি কাপড় দিয়ে সম্পূর্ণ ঢাকা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রথমে কেউ বিষয়টি গুরুত্ব না দিলেও সকাল গড়াতেই স্থানীয়দের চোখে পড়ে গাড়িটির অস্বাভাবিক চেহারা।

    সকাল প্রায় আটটা নাগাদ টহলদারি পুলিশের নজরে আসে গাড়িটি। পুলিশ গাড়ির কাছে গিয়ে ডাকাডাকি শুরু করলে ভেতর থেকে কোনও সাড়া মেলে না। এতে সন্দেহ আরও বাড়ে। কিছুক্ষণ পর এক পুলিশকর্মী কাঁচে আঘাত করলে ভিতর থেকে নড়াচড়ার ইঙ্গিত পাওয়া যায়। পরে দরজা খুলে বেরিয়ে আসে এক যুবক, আর গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় এক যুবতীকে।

    দু’জনকেই সঙ্গে সঙ্গে হেস্টিংস থানায় নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়। গাড়িটি আপাতত থানার চত্বরে রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির নম্বরপ্লেট, রেজিস্ট্রেশন ও মালিকানার কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে, যাতে বোঝা যায় গাড়িটি ঠিক কখন সেখানে এসে দাঁড়িয়েছিল এবং ওই দুইজনের গতিবিধি কেমন ছিল।

    আরও পড়ুন: ফের রক্তাক্ত ফুটপাত, খাস কলকাতায় যুবকের গলায় লোহার রড ঢুকিয়ে খুন, ছোট্ট বচসার জেরে ভয়ঙ্কর কাণ্ড

    স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঘটনার পর নানা গুঞ্জন শুরু হয়েছে। কেউ বলছেন, ওই যুবক-যুবতী একে অপরের পরিচিত, আবার কেউ সন্দেহ করছেন অন্য কোনও গোপন বা বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। যদিও পুলিশ এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি বা ঘটনার প্রকৃতি সম্পর্কে কিছু জানায়নি।

    একজন স্থানীয় দোকানদার জানান, “রাত দেড়টা নাগাদ গাড়িটাকে দাঁড়াতে দেখেছিলাম। পুরো গাড়ি কাপড়ে ঢাকা ছিল। ভেবেছিলাম, হয়তো কেউ জিনিসপত্র ঢেকে রেখেছে। কিন্তু সকালে পুলিশ এসে দরজা খুলতেই ভিতর থেকে লোক বেরিয়ে আসে।”

    বর্তমানে পুলিশ ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং সব দিক খতিয়ে তদন্ত চালাচ্ছে। কেন গাড়িটি কাপড়ে ঢাকা ছিল, কেন দীর্ঘ সময় পার্ক করে রাখা হয়েছিল, আর ভিতরে কী ঘটছিল—সব প্রশ্নের উত্তর এখন তদন্তের ওপর নির্ভর করছে। হসপিটাল রোড ও রেসকোর্স সংলগ্ন এলাকায় সকাল থেকে কৌতূহলী মানুষের ভিড় জমেছে, আর শহরবাসী অপেক্ষায় রয়েছে, কবে এই রহস্যের জট খুলবে।
  • Link to this news (আজকাল)