পশ্চিমবঙ্গে SIR কবে? আগামিকালই তারিখ ঘোষণা করতে পারে Election Commission
আজ তক | ২৭ অক্টোবর ২০২৫
সোমবারই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের (SIR) তারিখ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তথ্যানুযায়ী, আগামিকাল ২৭ অক্টোবর বিকেল ৪.১৫ এ সংবাদ সম্মেলন হবে। সেখানেই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে SIR এর তারিখ নিয়ে আপডেট দেওয়া হতে পারে। মূখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেই সভায় SIR এর বিষয়ে জানাবেন। সাংবাদিক সম্মেলনের সাবজেক্ট স্পষ্ট করে জানানো হয়নি। তবে পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার মূলত SIR এর সময়সূচিই ঘোষণা করা হতে পারে।
প্রথম ফেজে ১০ থেকে ১৫টি রাজ্যকে অন্তর্ভুক্ত করা হতে পারে। এর মধ্যে যে রাজ্যগুলিতে ২০২৬ এ বিধানসভা নির্বাচন হবে সেগুলি রাখা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ, তামিলনাডু, কেরল, অসম ও পুদুচেরি এই তালিকায় থাকছে।
সম্প্রতি বিহারে ভোটার তালিকা আপডেটের কাজ শেষ হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, চূড়ান্ত তালিকায় প্রায় ৭.৪২ কোটি ভোটারের নাম রয়েছে। সেরাজ্য দু'টি পর্যায়ে ভোট হবে। আগামী ৬ ও ১১ নভেম্বর ভোট। গণনা ১৪ নভেম্বর।
নির্বাচন কমিশন ইতিমধ্যেই দুইবার রাজ্যের চিফ ইলেক্টোরাল অফিসারদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছে। SIR এর রোলআউটের প্ল্যানও ফাইনাল করা হয়েছে।
যেসব রাজ্যে স্থানীয় নির্বাচন চলছে বা আসছে, সেখানে পরে ভোটার তালিকা আপডেট করা হবে। কারণ ভোটের প্রস্তুতি ও প্রশাসনিক কাজ শেষ করতে কিছুটা সময় প্রয়োজন। ইতিমধ্যেই কিছু রাজ্য অনলাইনে তাদের আগের ভোটার তালিকা প্রকাশ করেছে।
উদাহরণস্বরূপ, দিল্লির সিইও ওয়েবসাইটে ২০০৮ এর ভোটার তালিকা পাওয়া যাবে। অন্যদিকে, উত্তরাখণ্ডের ২০০৬ এর তালিকা অনলাইনে আছে। বেশিরভাগ রাজ্যই শেষ বড় আপডেট করেছে ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে। পুরনো তালিকাকেই নতুন তালিকার রেফারেন্স হিসেবে ব্যবহার করা হবে।
ভোটার তালিকা আপডেটের মূল উদ্দেশ্য হল অবৈধ বিদেশি অভিবাসীদের শনাক্ত করা। প্রত্যেকের জন্মস্থান যাচাই করা হবে। বিশেষত বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অভিবাসীদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। নির্বাচন কমিশনের মতে, এই পদক্ষেপের ফলে ভোটার তালিকা আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য হবে।