• ছন্দে ফিরছে পাহাড়, সোমবার খুলছে ১২ নম্বর রাজ্য সড়ক
    দৈনিক স্টেটসম্যান | ২৭ অক্টোবর ২০২৫
  • দুর্যোগ কাটিয়ে ছন্দে ফিরছে পাহাড়। সোমবার থেকে সরকারিভাবে খুলে দেওয়া হচ্ছে ১২ নম্বর রাজ্য সড়ক। এর ফলে খুব সহজেই দুধিয়া হয়ে মিরিকের উদ্দেশে যান চলাচল করতে পারবে। সোমবার থেকে স্বাভাবিক যান চলাচল শুরু হবে ওই রাস্তায়। আপাতত রাস্তায় কথা মাথায় রেখে ভারী পণ্যবাহী গাড়ি যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে না। সেগুলো সুখিয়াপোখরি, ঘুম, কার্সিয়াং হয়ে চলবে।

    ৪ অক্টোবর রাতের ভারী বৃষ্টিতে দুধিয়ায় লোহার সেতু ভেঙে পড়ে। এর ফলে মিরিকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপর যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। শুক্রবার মাঝনদীতে ৬০টি হিউমপাইপ বসিয়ে অস্থায়ী রাস্তা নির্মাণ শেষ করে বরাতপ্রাপ্ত সংস্থা। শনিবার দিনভর পাথর-বালি ফেলে কাজ করতে দেখা গিয়েছে।

    দুধিয়ার সেন্ট মেরি গ্রাম পঞ্চায়েত প্রধান সন্তোষ তামাং বলছিলেন, ‘দুধিয়া হয়ে মিরিকের সড়ক যোগাযোগ দ্রুত চালু করা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। দুর্যোগের পর গত তিন সপ্তাহে ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। পর্যটকরা না আসায় দোকান, বাজারে বিক্রিবাটা লাটে উঠেছে। রাস্তা চালু হলে ফের ভিড় বাড়বে।’ দুধিয়াও ফের নিজের পুরোনো ছন্দে ফিরবে বলে আশাপ্রকাশ করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

    দুধিয়া ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা লিলি গুরুং জানান, ‘মুখ্যমন্ত্রীর আমাদের আশ্বাস দিয়ে গিয়েছিলেন। এই কয়েকদিন জোরকদমে কাজ হয়েছে। আশা করি, সেতু চালু হলে পাহাড়ে ফের পর্যটকদের ঢল নামবে।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)