• ডেঙ্গিতে এক পরিবারের দুই সদস্যের মৃত্যু, আতঙ্ক
    দৈনিক স্টেটসম্যান | ২৭ অক্টোবর ২০২৫
  • ডেঙ্গিতে আক্রান্ত হয়ে একই পরিবারের দু’জনের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুরে। স্থানীয়দের অভিযোগ, পুর পরিষেবায় খামতির কারণেই এই ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে রবিবার এলাকার কাউন্সিলর দেবব্রত মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

    শনিবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের রেনিয়া ক্ষুদিরাম সরণির বাসিন্দা বন্দনা সর্দার (৪৩)–এর। এর আগে চলতি মাসের ৬ তারিখে ওই একই কারণে বন্দনার পরিবারের সদস্য বিপ্লব সর্দার (৪৫)–এর মৃত্যু হয়। শনিবার এমআর বাঙ্গুর হাসপাতালে বন্দনার মৃত্যুর পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে শুরু করেন মানুষজন। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত নালা নর্দমা পরিষ্করা না হওয়ায় এই ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। আরও অনেক এলাকাবাসী ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।

    এই আবহে রবিবার কাউন্সিলর দেবব্রতকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। যদিও স্থানীয়দের অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। তিনি জানিয়েছেন, ড্রেন নিয়মিত পরিষ্কার হয়। কোথায় জল জমে নেই। ঘিঞ্জি এলাকায় মাটির বেড় দেওয়া সেপটিক ট্যাঙ্কের জল উপচে পড়ে সমস্যা তৈরি হয়েছে। মানুষ সচেতন হলে এই সমস্যা এড়ানো যেত বলে মনে করেন দেবব্রত। তিনি আরও জানিয়েছেন, ডেঙ্গি নিয়ন্ত্রণে পুরসভার পক্ষ থেকে সব ধরনের সাবধানতা অবলম্বন করা হয়েছে।

    মৃতার স্বামী জানিয়েছে, প্রথমে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে তাঁর দাদার মৃত্যু হয়। এবার মৃত্যু হল তাঁর স্ত্রীর। তিনি ও তাঁর ছোটো মেয়েও ডেঙ্গিতে আক্রান্ত। ছোটো মেয়ে এখনও অসুস্থ। তাঁর চিকিৎসা চলছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই পরিবারের আরও কয়েকজন সদস্যের পাশাপাশি ৩৫ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি বাড়িতে ডেঙ্গি আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। পুর পরিষেবার হাল দ্রুত ফেরানোর দাবি জানিয়েছেন তাঁরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)