• রবিবার রাতেই গুয়াংজু পাড়ি দিচ্ছে ইন্ডিগোর বিমান, ৫ বছর পর ভারত-চিন সরাসরি উড়ান
    প্রতিদিন | ২৭ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসেই ভারত এবং চিনের মধ্যে সরসারি বিমান পরিষেবা শুরু হবে। আগেই জানিয়েছিল ভারতীয় বিদেশ মন্ত্রক। বাস্তবেই তাই ঘটল। আজ ২৬ অক্টোবর রাত ১০টায় কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্ডিগোর ফ্লাইট (6E1703) চিনের গুয়াংজুর উদ্দেশে পাড়ি দিচ্ছে। রবিবার এই খুশির খবর দিলেন ভারতে অবস্থিত চিনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং। এদিন এক্স হ্যান্ডেল তিনি লেখেন, ভারত এবং চিনের সরাসরি বিমান পরিষেবা এখন একটি বাস্তব ঘটনা। ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর থেকে বন্ধ ছিল দু’দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা। অর্থাৎ দীর্ঘ পাঁচ বছর পর এই পরিষেবা ফের চালু হচ্ছে।

    ইউ জিং সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন, ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা এখন বাস্তব ঘটনা। আজই রয়েছে কলকাতা-গুয়াংজু উড়ান। সাংহাই-নয়াদিল্লি সরাসরি বিমান চালু হবে আগামী ৯ নভেম্বর। আপাতত ভারতের বিভিন্ন শহর থেকে সপ্তাহে তিনটি করে চিনগামী উড়ান মিলবে।

    উল্লেখ্য, দিন কয়েক আগে এসসিও (সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন) সম্মেলনের সময়ে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে। তখনই মনে করা হচ্ছিল সম্পর্কের বরফ গলেছে। এরপর দু’দেশের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের আলোচনার পরে সিদ্ধান্ত হয়, ২৬ অক্টোবর থেকে ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা নতুন করে চালু হবে। কার্যত তাই হল।
  • Link to this news (প্রতিদিন)