• মহারাষ্ট্র থেকে মুছল ঔরঙ্গজেবের নাম, ঔরঙ্গাবাদ রেলস্টেশন এবার হবে ছত্রপতি সম্ভাজিনগর
    প্রতিদিন | ২৭ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে শান মারাঠা অস্মিতায়। বদলে যাচ্ছে ঔরঙ্গাবাদ স্টেশনের নাম নাম। শনিবার এই বড় বদলের কথা ঘোষণা করেছে দক্ষিণ-মধ্য রেল। জানা গিয়েছে, দক্ষিণ-মধ্য রেলের নানদের ডিভিশনের ঔরঙ্গাবাদ স্টেশনের নাম বদলে হচ্ছে ছত্রপতি সম্ভাজিনগর। শনিবার এই খবর জানানো হয়েছে।

    মহারাষ্ট্র থেকে সরকারিভাবে মুছে গেল ঔরঙ্গাবাদ নাম। ২০২১ সালে উদ্ধব সরকারের আমলেই শুরু হয় নাম বদলের প্রক্রিয়া। যদিও, জোট সঙ্গিদের বাধায় সেই সময় এই কাজ সম্পূর্ণ করতে পারেননি তিনি। এর পরে সরকার পরে গেলেও, ২০২৩ সালে শিন্ডের মুখ্যমন্ত্রীত্বে ঔরঙ্গাবাদের নাম বদলে হয় ছত্রপতি সম্ভাজিনগর। এবার বদলে যাবে স্টেশনের নাম। এই স্টেশনের নতুন কোড হবে সিপিএসএন। গত ১৫ অক্টোবর ঔরঙ্গাবাদ স্টেশনটির নতুন নামকরণের জন্য গেজেট নোটিফিকেশন জারি করে সে রাজ্যের সরকার।

    সম্প্রতি মহারাষ্ট্রে ফের ঔরঙ্গজেব বিরোধী হাওয়া ওঠে। সেই সময়েই রেলস্টেশনের নাম বদলের বিষয়ে সরকারের কাছে দাবি জানায় সাধারণ মানুষ। ১৯০০ সালে এই রেল স্টেশন চালু হয়। হায়দ্রাবাদের নিজাম এই স্টেশন বানান।

    এই শহরের সঙ্গে মারাঠা ঐতিহ্যের ওতপ্রোত ভাবে জরিত। এই শহরের সঙ্গে জুড়ে রয়েছে অজন্তা-ইলোরার মত গুরুত্বপূর্ণ স্থান। স্থানীয় মানুষের ধারণা নাম বদলের মাধ্যমে মারাঠা ইতিহাস আরও ভালোভাবে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা সম্ভব হবে।
  • Link to this news (প্রতিদিন)