বসিরহাটে খালের ধারে যুবকের দেহ উদ্ধার, খুন নাকি অন্য কিছু?
প্রতিদিন | ২৭ অক্টোবর ২০২৫
গোবিন্দ রায়, বসিরহাট: খালধার থেকে মিলল এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ। দেহে পচন ধরেছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের খোলাপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাটিয়া থানার গোবিন্দপুর এলাকায় খালধার এলাকায় পচা গন্ধ পাওয়া যাচ্ছিল। আজ, রবিবার সেই পচা গন্ধ আরও বাড়ে। স্থানীয়রা খোঁজাখুঁজি করতেই দেখা যায়, খালের ধারে একটি মৃতদেহ পড়ে রয়েছে। এরপরই মাটিয়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে। ওই যুবক স্থানীয় বাসিন্দা নয়। এদিকে শরীরেও পচন ধরেছে। বেশ কয়েকদিন আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করছে পুলিশ।
কিন্তু কোথা থেকে এল ওই মৃতদেহ? ওই যুবককে কি ওই খালপাড় এলাকায় খুন করা হয়েছে? নাকি খুন করে ওই দেহ সেখানে ফেলে দেওয়া হয়েছিল? সেসব প্রশ্ন উঠেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবকের বয়স ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে। আশপাশের থানাগুলিতেও এই বিষয়ে বার্তা পাঠানো হয়েছে।