২০ দিনের মাথায় ডেঙ্গির বলি একই পরিবারের ২ সদস্য! আতঙ্কে সোনারপুরবাসী
প্রতিদিন | ২৭ অক্টোবর ২০২৫
দেবব্রত মণ্ডল, বারুইপুর: ২০ দিনের মাথায় ডেঙ্গির বলি একই পরিবারের ২ সদস্য! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনিতে। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত নর্দমা পরিষ্কার না হওয়ার কারণে এই পরিস্থিতি। রবিবার ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন স্থানীয় কাউন্সিলর। যদিও তাঁর দাবি, অভিযোগ ভিত্তিহীন।
জানা গিয়েছে, মৃতের নাম বন্দনা সর্দার। তাঁর বয়স ৪৩ বছর। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ডেঙ্গির উপর্সগ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ। শনিবার রাতে এমআর বাঙুর হাসপাতালে মৃত্য হয় তাঁর। চলতি মাসের ৬ তারিখ ডেঙ্গিতে মৃত্যু হয়েছে এই পরিবারের আরেক সদস্য
বিপ্লব সর্দারের। পরপর দুটি ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। তাঁদের অভিযোগ, নিয়মিত নর্দমা পরিষ্কার না হওয়া অর্থাৎ পুরসভার গাফিলতির ফলেই এই ভয়াবহ পরিস্থিতি।
রবিবার সকালে ঘটনাস্থলে যান কাউন্সিলর দেবব্রত মণ্ডল। সেখানে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। তাঁর কথায়, “পুরসভার নর্দমায় কোথাও জল জমে নেই। ঘিঞ্জি এলাকায় মাটির বেড় দেওয়া সেপটিক ট্যাঙ্কের জল উপচে পড়ায় সমস্যার সৃষ্টি হচ্ছে। মানুষের অসচেতনতার জন্যই এমনটা ঘটছে।” যদিও বাসিন্দাদের দাবি, পুরসভার খামতির জেরেই দাপিয়ে বেড়াচ্ছে ডেঙ্গির মশা। আতঙ্কিত এলাকাবাসীরা।