শিশুকে ‘ধর্ষণ’ নাবালকের, ৩০ হাজার টাকায় মিটমাটের চেষ্টা বিজেপি নেতার! খেজুরিতে চাঞ্চল্য
প্রতিদিন | ২৭ অক্টোবর ২০২৫
রঞ্জন মহাপাত্র,কাঁথি: বছর চারেকের প্রতিবেশীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বছর পনেরোর নাবালক। অভিযুক্ত ওই নাবালক বিজেপি কর্মীর ছেলে। টাকার বিনিময়ে ন্যক্কারজনক এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ। খেজুরির এই ঘটনা নিয়ে চলছে জোর রাজনৈতিক শোরগোল।
শিশুটি ওই বছর পনেরোর নাবালকের দিদির কাছে টিউশন পড়তে যেত। গত ২২ অক্টোবরও একইভাবে পড়তে যায়। সেদিন দিদি অসুস্থ থাকায় নাবালক পড়াচ্ছিল। অভিযোগ, সেই সুযোগে খুদেকে ধর্ষণ করে নাবালক। বাড়ি ফিরে কিছুই জানায়নি সে। সন্ধের পর থেকে শারীরিক অসুস্থতা দেখা দেয়। এরপর কাঁদতে কাঁদতে গোটা ঘটনা জানায় বছর চারেকের শিশুকন্যা। শিশুর পরিবারের অভিযোগ, বিজেপির খেজুরি অঞ্চলের প্রধান কালীপদ মণ্ডল ঘটনা ধামাচাপা দিতে ব্যাপক চাপ তৈরির চেষ্টা করেন। এমনকি সালিশি সভায় বিষয়টি মিটমাটের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। শিশুর পরিবারের হাতে প্রথমে ৩০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে পরিবারের তরফে সে টাকা নিতে অস্বীকার করা হয় বলেই দাবি।
স্থানীয়দের অভিযোগ, বিজেপি নেতৃত্ব শুরু থেকেই এই জঘন্য অপরাধকে আড়াল করার চেষ্টা করেছে। এমনকি টাকার বিনিময়ে ন্যায়বিচার আটকানোর চেষ্টা করেছে। শিশুর পরিবারের লোকজন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিজেপি মুখে কুলুপ এঁটেছে। তবে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষকান্তি পণ্ডা বলেন, “অত্যন্ত জঘন্য ঘটনা। পুলিশ জানার পরই ব্যবস্থা নিয়েছে। গ্রেপ্তার হয়েছে। এই ধরনের জঘন্য কাজ যে বা যারা করে তারা মানুষ নয়। তাই শাস্তি চাই। আমরা সবসময় নির্যাতিতার পরিবারের পাশে আছি।”