সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালির বস্তা তুলে বাড়ি নিয়ে যাওয়া নিয়ে বিবাদ! তার জেরে ‘খুন’ হলেন এক বৃদ্ধ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানা এলাকায়। মৃতের নাম গোলাম শেখ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কান্দি থানার হিজল অঞ্চলের দক্ষিণপাড়া এলাকার ময়ূরাক্ষী নদীর ঘাটে মাজেদ আলি নামে এক ব্যক্তি বালি তুলতে গিয়েছিলেন। বাড়ির গোয়ালে বালি ফেরার দরকার ছিল বলে পরিবার সূত্রে খবর। সেজন্য নদীর ধার থেকে বালি আনতে গিয়েছিলেন তিনি। ওই ব্যক্তি এক বস্তা বালি নিয়ে যাওয়ার সময় ফজু শেখ নামে এলাকারই এক যুবক তাঁকে বাধা দেন বলে অভিযোগ। দু’জনের মধ্যে বিবাদ হয়। ফজু শেখ মাজেদ আলিকে মারধর করেন বলে অভিযোগ। সেসময় ভাই মাজেদকে বাঁচাতে ঘটনাস্থলে যায় বৃদ্ধ গোলাম শেখ।
অভিযোগ, সেসময় ওই বৃদ্ধকেও মারধর করা হয়। আক্রান্ত ওই বৃদ্ধ রাস্তাতেই লুটিয়ে পড়েন। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে কান্দি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা গোলাম শেখকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছয় কান্দি থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছে বলে খবর। এদিকে এই ‘খুনে’র ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়ায়। অভিযুক্তের কড়া শাস্তির দাবি তোলা হয়েছে। পুলিশ কথা বলে বিক্ষোভকারীদের আশ্বস্ত করে। ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া।