• কান্দি হাসপাতালে ভাঙচুর, কর্তব্যরত নার্সকে নিগ্রহ! পুলিশের জালে ৪
    প্রতিদিন | ২৭ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কান্দি হাসপাতালে নার্সকে নিগ্রহের ঘটনায় নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন। ঘটনায় পুলিশের জালে চার। সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে শনিবারেই নবান্নে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। তাতে ভারচুয়ালি যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৈঠক শেষে একাধিক নির্দেশিকা জারি করা হয়। বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই কান্দি হাসপাতালে নার্সিং স্টাফদের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে।

    অভিযোগ, শনিবার এক রোগীর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে কান্দি হাসপাতালে কর্তব্যরত এক নার্সের উপর চড়াও হয় রোগীর আত্মীয়রা। হাসপাতালে ঢুকে চলে ভাঙচুর। এমনকী নার্সরুমেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। যা নিয়ে হাসপাতালের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘটনায় তীব্র আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় কর্তব্যরত স্বাস্থ্যকর্মী এবং নার্সদের মধ্যে। এরপরেই পর্যাপ্ত নিরাপত্তা-সহ একাধিক দাবিতে হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এমনকী স্থানীয় পুলিশ প্রশাসনেও অভিযোগ হয়। ঘটনার পরেই তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, ধৃতরা সবাই খড়গ্রামের বাসিন্দা। শুধু তাই নয়, আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ঘটনার পরেই নড়েচড়ে বসেছে কান্দি হাসপাতাল কর্তৃপক্ষ। জরুরি বৈঠক করেন আধিকারিকরা। যেখানে নিরাপত্তা-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় বলেই খবর। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই উলুবেড়িয়া হাসপাতালের এক জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি ও শারীরিক নির্যাতনে ঘটনায় জোর বিতর্ক তৈরি হয়েছে। ঘটনায় ইতিমধ্যে ট্রাফিক হোমগার্ড-সহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার রেশ কাটতে না কাটতেই কান্দি হাসপাতালে নার্সিং স্টাফকে হেনস্তার ঘটনা সামনে এল। 
  • Link to this news (প্রতিদিন)