• গ্রামে মদ বিক্রি রুখতে পুলিশি আশ্বাস সত্ত্বেও মেলেনি সুরাহা! পুরুলিয়ায় ব্যাপক বিক্ষোভ প্রমীলা বাহিনীর
    প্রতিদিন | ২৭ অক্টোবর ২০২৫
  • সুমিত বিশ্বাস, পুরুলিয়া: মদ বিক্রির বিরুদ্ধে গ্রামের মহিলাদের অভিযান অব্যাহত। পুলিশের তরফে পরিস্থিতি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে শনিবারও গ্রামে যথারীতি বিক্রি হয় মদ। আর তা সামনে আসতেই ফের বিক্ষোভে ফেটে পড়েন মহিলারা। শুধু তাই নয়, ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাঁদেরকে ঘিরেও চলে বিক্ষোভ। এমনকী গ্রামের মহিলারা একত্রিত হয়ে মদ বিক্রির দোকানগুলিতে হানা দিয়ে প্রচুর মদ নষ্ট করে দেয়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরুলিয়ার  থানার দুবচড়কা গ্রামে।

    মহিলাদের অভিযোগ, গ্রামজুড়ে বিভিন্ন জায়গায় অবাধে মদ বিক্রি চলছে। প্রায় প্রতিটি বাড়ির পুরুষ এবং যুব সমাজ মদের প্রতি আকৃষ্ট হচ্ছে। এর ফলে গ্রামের মহিলা এবং মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি বিক্ষোভকারীদের।

    গ্রামে মদ বিক্রি বন্ধের প্রতিবাদে গত কয়েকদিন ধরে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। এমনকী গত শুক্রবার পুরুলিয়া থানায় অবস্থান বিক্ষোভ করেন মহিলারা। সেই সময় পুলিশের তরফে পরিস্থিতি দেখা হচ্ছে বলে আশ্বাস দেওয়া হয়। শুধু তাই নয়, ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়। কিন্তু অভিযোগ, কিছুই করা হয়নি। শনিবার সন্ধ্যা নামতেই যথারীতি গ্রামে মদ বিক্রি শুরু হয়। আর তা নজরে আসতেই ফের নতুন করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের প্রমীলাবাহিনী। তাঁদের আরও অভিযোগ, মূলত দেশি মদ অবৈধভাবে বিক্রি চলছে। এর ফলে গ্রামের প্রতিটি বাড়িতে অশান্তির ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলেও দাবি বিক্ষোভকারীদের।

    আন্দোলনকারী মহিলাদের অভিযোগ, বিষয়টি নিয়ে বারবার স্থানীয় পুলিশের দ্বারস্থ হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। যা নিয়ে শনিবার রাতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাঁদেরকে ঘিরেও বিক্ষোভ দেখান। তবে এই ঘটনা নতুন নয়। স্থানীয়দের দাবি, দীর্ঘ সময় ধরে এলাকায় আইন প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দেশি মদ বিক্রির চলছে। এর আগেও একাধিকবার এই বিষয়ে প্রতিবাদ,আন্দোলন চলেছে। কিন্তু পরিস্থিতি সেই তিমিরে বলেই দাবি।

    যদিও পুরুলিয়া আবগারি দপ্তরের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট প্রতাপ সরকার বলেন, “আমরা জেলা জুড়ে সমগ্র বিষয়টি নজরে রেখেছি। প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা পদক্ষেপ করছি।” তবে মদের বিরুদ্ধে এভাবে বিক্ষোভ হওয়ায় সমস্যায় পড়েছে আবগারি দপ্তর। কারণ এই দেশি মদ বৈধ। বিক্রি কমে গেলে রাজস্ব কমে যাবে বলে দাবি পুরুলিয়া আবগারি দপ্তরের। 
  • Link to this news (প্রতিদিন)