• বাজি ফাটানো নিয়ে পানিহাটিতে চুলোচুলি মহিলাদের! ভাইরাল ভিডিও
    প্রতিদিন | ২৭ অক্টোবর ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর: পুলিশ কর্মীর বাড়ির সামনে বাজি ফাটানো নিয়ে তুমুল অশান্তি। যা রীতিমতো গড়াল চুলোচুলিতে! সোশাল মিডিয়ায় ভাইরাল পানিহাটি পুরসভার ১৮নম্বর ওয়ার্ডের সেই ভিডিও। গোটা ঘটনায় দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছে। একপক্ষের দাবি, মনমতো চাঁদা না পাওয়ায় আক্রমণের মুখে পড়েন তাঁরা।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল গত ২১ তারিখ, আনুমানিক রাত ২টোর পর। ঘটনাস্থল দক্ষিণ পানশিলার বাসিন্দা পুলিশ কর্মী দিব্যেন্দু সাহার বাড়ির সামনে। ঘটনার রাতে দিব্যেন্দুবাবু পার্ক স্ট্রিট থানায় ডিউটিতে ছিলেন। অভিযোগ, বাড়ির সামনে দেদার বাজি ফাটানো নিয়ে পুলিশকর্মীর স্ত্রী সুস্মিতা চৌধুরী সাহা ও তাঁর মেয়ে প্রতিবাদ করেন। এরপরই কথা কাটাকাটি, তাতেই একদল তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। পালটা তাঁরাও হামলাকারীদের মারধর করে!

    সুস্মিতাদেবী বলেন, “এলাকার কয়েকজনের সঙ্গে বহিরাগতরা মদ্যপান করে রাত ২টো থেকে বাজি ফাটাচ্ছিল। বারান্দায় বেরিয়ে বারণ করলে ওরা হুমকি দেয়। তখন বড় মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে প্রতিবাদ করি। ক্লাবের কর্তারা ছিল, ভেবেছিলাম ওরা সমস্যা মেটাবে। কিন্তু উলটে ওদের বাজি ফাটাতে উৎসাহ দেয়। এনিয়ে বলতে গেলে আমাকে, মেয়েকে মারধর করে। খুব বাজে ভাবে ওরা আমাকে ছুঁয়েছে। নিজেদের বাঁচাতে তখন আমরাও মেরেছি। আসলে গত বছর থেকে আমরা ক্লাবের চাহিদা মত চাঁদা দিতে পারছিলাম না। সেই রাগেই বাড়িতে স্বামী নেই জেনেই পরিকল্পনা মাফিক ঘটনাটি ঘটিয়েছে।” পালটা অভিযোগ তুলে ক্লাবের সভাপতি বাসুদেব গঙ্গোপাধ্যায় বলেন, “এটা একটা চক্রান্ত। পুলিশ কর্মীর স্ত্রী ও পরিবার যে ঘটনা ঘটালো…আমরা ন্যায় বিচার চাই। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি।”
  • Link to this news (প্রতিদিন)