শুল্ক আধিকারিকের মাথা ফাটিয়েও জামিন তিন অভিযুক্তের! কল্যাণীতে এইমসে ভর্তি আহত
প্রতিদিন | ২৭ অক্টোবর ২০২৫
দেবব্রত মণ্ডল ও সুবীর দাস: সোনারপুরে শুল্ক বিভাগের অফিসার প্রদীপ কুমারকে মারধরের ঘটনায় অভিযুক্ত অটো চালক-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার ধৃতদের বারুইপুর আদালতে তোলা হয়। বারুইপুর আদালতের বিচারক ধৃত তিনজনকেই জামিন দিয়েছেন।
ওই আধিকারিকের বাড়িতে ঢুকে মারপিটের ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা গিয়েছে প্রায় ৫০-৬০ জন দুষ্কৃতী ওই আবাসনে বাইড়ে জড়ো হয়েছে। বাড়ির কলাপসিবল গেট ভেঙে সবাই মিলে জোড় করে আবাসনের ভিতরে ঢুকে তাণ্ডব চালায়। যে অটো চালকের সঙ্গে সমস্যা হয় ওই অফিসারের, সেই দলবল নিয়ে এসে চড়াও হয় বলে অভিযোগ।
শনিবার রাতেই অভিযুক্ত তিন অটোচালক আজাদ আলি মণ্ডল, সুরজ আলি মণ্ডল এবং অলক মণ্ডলকে গ্রেফতার করা হয়। ওই তিন অতোচালকের আইনজীবী জানিয়েছেন, সোনারপুর থানার এফআইআরে কারোর নাম না থাকায় বিচারকের কাছে জামিনের আবেদন জানানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে মোট আটজনকে চিহ্নিত করা হয়েছিল। বাকি চারজনের খোঁজে তল্লাশি চলছে। আক্রান্ত অফিসারের সঙ্গে দেখা করতে যান বিরোধী দলনেতা। অবিলম্বে অভিযুক্ত প্রত্যেককে গ্রেফতারের দাবী জানান তিনি।
অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় কেন্দ্রীয় শুল্ক দপ্তরের ইন্সপেক্টর প্রদীপ কুমারকে নিয়ে যাওয়া হয় কল্যাণী এইমস হাসপাতালে। এখানেই শুরু হয়েছে তাঁর চিকিৎসা। কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের দাবি, ভেন্টিলেশনে রাখা হয়েছে ওই কেন্দ্রীয় সরকারি শুল্ক আধিকারিককে।
গাড়িতে ধাক্কা নিয়ে বচসার জেরে রাজপুরে শুল্ক আধিকারিকের উপর হামলা চালায় অটো চালক ও দলবলের। তাঁর আবাসনে ঢুকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, আধিকারিকের স্ত্রীকেও হেনস্তা করা হয়েছে। ঘটনায় তীব চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওই আধিকারিকের অভিযোগ, আবাসনে ঢোকার সময় তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি অটো। তা নিয়ে অটো চালকের সঙ্গে বচসা হয় আধিকারিকের। উত্তপ্ত বাক্য বিনিময়ের পর তা সাময়িকভাবে মিটে যায়। ঘরে চলে আসেন আধিকারিক।