‘কাকে দিয়ে তদন্ত ঠিক করবে রাজ্য’, কালীমূর্তি ভাঙায় শুভেন্দুর NIA তদন্তের দাবি ওড়াল সুকান্ত
প্রতিদিন | ২৭ অক্টোবর ২০২৫
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: কাকদ্বীপে কালী মূর্তি ভাঙার ঘটনায় জোর তরজা রাজ্য রাজনীতিতে। ঘটনায় ইতিমধ্যে এনআইএ তদন্তের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সেই দাবিকে এদিন নস্যাৎ করলেন খোদ কেন্দ্রীয়মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর দাবি, ”মূর্তি ভাঙার ঘটনায় রাজ্য সরকার ঠিক করবে কাকে দিয়ে তদন্ত করাবে। এটা রাজ্য সরকারের দায়িত্ব।” বিজেপি নেতার কথায়, না পারলে রাজ্য সরকার যে সংস্থাকে দিয়ে তদন্ত করানোর পরামর্শ দেবে তারাই তদন্ত করবে। একই ঘটনায় দুই বিজেপি নেতার দু’রকম দাবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
আজ রবিবার বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার ডাকে কাকদ্বীপ বাসন্তী ময়দান থেকে কাকদ্বীপ বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করে বিজেপি। কালীমূর্তি ভাঙার ঘটনায় প্রতিবাদে এদিন এই মিছিল হয়। সেখানেই উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। মিছিল শেষে কালীমূর্তি ভাঙচুরের শুভেন্দুর এনআইএ তদন্তের দাবি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন, “মূর্তি ভাঙার ঘটনায় রাজ্য সরকার ঠিক করবে কাকে দিয়ে তদন্ত করাবে। এটা রাজ্য সরকারের দায়িত্ব। সব তো আর সিবিআই, ইডি আর এনআইএ করবে না। পুলিশ আগে তদন্ত করুক। না পারলে তখন রাজ্য সরকার যে সংস্থাকে দিয়ে তদন্ত করানোর পরামর্শ দেবে সেই সংস্থাই তদন্ত করবে।”
এদিন প্রতিবাদ সভায় সুকান্ত মজুমদার প্রচ্ছন্ন হুমকির সুরে বলেন, “কিছু মানুষ দিনের পর দিন মূর্তি ভাঙবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে আমরা তাদের ছেড়ে দেব না। ২০২৬ এ বিজেপির সরকার ক্ষমতায় এলে তখন আর নো এফআইআর, নো কোর্ট। ফায়সালা হবে অন দ্য স্পট। যারা মূর্তি ভাঙবে সেই লোকগুলোর বাড়ির সামনে বুলডোজার চলে যাবে। সামনে থাকবে বুলডোজার, পিছনে থাকবে পুলিশের গাড়ি।” উদাহরণস্বরূপ উত্তরপ্রদেশের যোগী সরকারের প্রসঙ্গ টানেন তিনি। এদিন সুকান্তের সভা ঘিরে ছিল ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত। শান্তিতেই শেষ হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর প্রতিবাদ মিছিল ও সভা।