‘ছিনতাই হচ্ছে, গয়না পরে রাস্তায় কেন?’, প্রশ্ন করে ব্যবসায়ীর গয়না নিয়ে উধাও ২ ভুয়ো পুলিশ!
প্রতিদিন | ২৭ অক্টোবর ২০২৫
অর্ণব দাস, বারাকপুর: বারাসতের পর এবার বরানগর। এত গয়না পরে রাস্তায় কেন? এই প্রশ্ন তুলে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীর গয়না নিয়ে উধাও দুই যুবক। প্রতারকদের ফাঁদে পড়েছে বুঝে পুলিশের দ্বারস্থ ব্যবসায়ী। তাঁকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনের পাশাপাশি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ীর নাম রাজেন্দ্র সাউ। বরানগরের কাশীপুর রোডের বাসিন্দা ওই ব্যক্তির কালীতলা মাঠ লাগোয়া হার্ডওয়ারের দোকান রয়েছে। গত ২১ তারিখ সকাল ১০টা নাগাদ তিনি স্কুটি চালিয়ে দোকানে যাচ্ছিলেন। বরানগর সেন্ট্রাল মডেল স্কুল লাগোয়া রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি আচমকা তাঁর পথ আটকায়। অভিযোগ, নিজেদের বরানগর থানার অফিসার পরিচয় দিয়ে তারা রাজেন্দ্রবাবুকে জানায়, এই রাস্তায় সকালে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তাই তাঁরা রাস্তায় পোস্টিংয়ে রয়েছে। একজন ডায়েরিতে ব্যবসায়ীর নাম ও ঠিকানা লেখে। অপরজন স্কুটির কাগজপত্র চেক করতে শুরু করে।
অভিযোগ, এরপরই তাঁরা ব্যবসায়ীকে দ্রুত আংটি ও গলার সোনার গয়না খুলতে বাধ্য করেন। সেগুলি একটি খাম দিয়ে তাতে রাখতে বলেন। তারপর পুলিশ পরিচয় দেওয়া দু’জন খাম মুড়িয়ে স্কুটির ডিকি খুলতে বলে তাতে রেখে দেয়। তখনই হাতের কারসাজিতে সোনার গয়না ভরা খাম বদলে পাথর ভর্তি একটি খাম ডিকিতে ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। পরে ওই ব্যবসায়ী স্কুটিতে রাখা সাদা খাম খুললেই কেপমারি হয়েছে বুঝতে পেরে থানায় জানান। তদন্ত শুরু করেছে পুলিশ।