হাওড়ার বাসস্ট্যান্ডে ফাঁকা বাসে অভিনব চুরির ঘটনা! পুলিশের জালে ২
প্রতিদিন | ২৭ অক্টোবর ২০২৫
অরিজিৎ গুপ্ত, হাওড়া: হাওড়া স্টেশনের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ফাঁকা বাসে উঠে যাত্রীদের ব্যাগ নিয়ে চম্পট। এই অভিনব কায়দায় কেপমারির ঘটনায় রিষড়া থেকে দু’জনকে গ্রেপ্তার করেছে গোলাবাড়ি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছটি ব্যাগ এবং তিনটি ল্যাপটপ।
জানা গিয়েছে, হাওড়া স্টেশনের বাসে অভিনব কায়দায় চুরির ঘটনায় যে দু’জন গ্রেপ্তার হয়েছেন তাঁদের রবিবার হাওড়ার আদালতে তোলা হয়। ধৃতদের মধ্যে একজন শ্যামসুন্দর সুর ওরফে রাজু। তাঁর বয়স ৫৩ বছর। অন্যজনের বয়স মনোহর সাহু। তাঁর বয়স ২৯ বছর। ধৃত দু’জনেরই জেল হেফাজতের আবেদন করে পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখান থেকে জানা যায়, হাওড়া স্টেশন চত্বরে বাসের চ্যানেলে দাঁড়িয়ে থাকা ফাঁকা বাস থেকে যাত্রাীদের ব্যাগ হাতিয়ে নিয়ে পালাতো দিত ধৃতরা।
ঠিক কীভাবে করা হত এই কাজ? পুলিশ জানিয়েছে, বিভিন্ন রুটে যাওয়ার জন্য হাওড়া স্টেশনের বাসস্ট্যান্ডের চ্যানেলে বাস দাঁড়িয়ে থাকে। অনেক যাত্রীই সেই চ্যানেলে দাঁড়িয়ে থাকা ফাঁকা বাসে উঠে সিট বুক করার জন্য সেখানে ব্যাগ রাখেন। এরপরে বাস থেকে কোনও প্রয়োজনে নামলে ফাঁকা বাসে পরে থাকে ব্যাগ। আর ঠিক তখনই সেই বাসে উঠে সিটে রেখে দেওয়া যাত্রীর ব্যাগ নিয়ে চম্পট দিতো শ্যামসুন্দর ওরফে রাজু।
যাত্রীদের সেই ব্যাগে অনেকসময়ই থাকতো ল্যাপটপ, অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং টাকাপয়সা। জানা গিয়েছে এই ব্যাগগুলি নিয়ে রাজু বিক্রি করতো মনোহরকে। গত দুই মাস ধরে এরকম চুরির ঘটনার অনেক অভিযোগ পেয়েছে গোলাবাড়ি থানার পুলিশ। অবশেষে তদন্তে নেমে দু’জনকেই গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ধৃতদের কাছ থেকে ছ’টি ব্যাগ ও তিনটি ল্যাপটপ উদ্ধার করেন তদন্তকারীরা।