কলকাতায় ফের অগ্নিকাণ্ড, মানিকতলায় দাউদাউ করে জ্বলছে কারখানা
প্রতিদিন | ২৭ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় সন্ধ্যায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা শহর কলকাতায়। মানিকতলার একটি কারখানায় এদিন সন্ধ্যায় বিধ্বংসী এই আগুন লাগে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলের পাঁচটি ইঞ্জিন। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল। শুধু তাই নয়, আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। যদিও কীভাবে বিধ্বংসী এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান দমকলের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
মানিকতলার কবিরাজ বাগান এলাকায় ওই কারখানা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন সন্ধ্যায় কারখানার মিটার রুমে প্রথম আগুন দেখা যায়। দ্রুত তা ছড়িয়ে পড়ে অন্যান্য অংশেও। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশে। আসে এক এক করে দমকলের পাঁচটি ইঞ্জিন। কারখানার পাশেই একটি বিদ্যুৎ সরঞ্জামের দোকান রয়েছে। সেখানে যাতে আগুন না ছড়িয়ে পড়ে সেদিকে বিশেষ খেয়াল রাখা হচ্ছে। তবে কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।
দমকলের দাবি, শর্টসার্কিট থেকে কোনও ভাবে এই আগুন লাগতে পারে। তবে কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত রয়েছে বলে দাবি দমকলের। এর ফলে আগুন আরও ভয়ংকর আকার নেয়। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই আমহার্স্ট স্ট্রিট এলাকার একটি প্রিন্টিং প্রেসে বিধ্বংসী এই আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা শহরে।