• মাত্র ১৬ দিনে দুধিয়ায় তৈরি বিকল্প সেতু, পূর্তদপ্তরের প্রশংসায় মুখ্যমন্ত্রী
    প্রতিদিন | ২৭ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১৬ দিনের মধ্যে তৈরি ৪৬৮ মিটারের মিরিক এবং শিলিগুড়ি সংযোগকারী দুধিয়ার বিকল্প সেতু। ৫৪ কোটি টাকা ব্যয়ে তৈরি এই সেতু চালু হবে সোমবার। ওইদিন থেকে সেতু দিয়ে যাতায়াত করতে পারবেন সকলে। বিকল্প সেতু নির্মাণের সঙ্গে যাঁরা যুক্ত সোশাল মিডিয়া পোস্টে তাঁদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    সম্প্রতি নিম্নচাপের ভারী বৃ্ষ্টি ও হড়পা বানে বিপর্যস্ত হয়েছিল উত্তরববঙ্গ। দার্জিলিংয়ের মিরিক থেকে একাধিক এলাকা ধসে বিধ্বস্ত হয়েছিল। বালাসন নদীর উপর ভেঙে পড়েছিল দুধিয়া সেতু। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার জন্য এই সেতু অন্যতম মাধ্যম। সেই সেতু ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত বেহাল হয়ে পড়ে। প্রাথমিকভাবে সেসময় শিলিগুড়ি থেকে মিরিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে বিপর্যয় সামলে কিছুটা স্বাভাবিক হতে থাকে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের জেলাগুলি। একাধিক রাস্তার ধস সরানো হলে ঘুরপথে মিরিক ও শিলিগুড়ি যোগাযোগ শুরু হয়। তবে ঘুরপথে গাড়ি চলাচলের জন্য বহু সময় ও অর্থ গুনতে হয় পর্যটক থেকে সাধারণ বাসিন্দাদের।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপর্যয়ের পর উত্তরবঙ্গে পৌঁছে জানিয়েছিলেন দ্রুত অস্থায়ী সেতু তৈরি করা হবে। সেই নির্দেশের পরই দ্রুত অস্থায়ী সেতু তৈরির কাজ শুরু হয়। দু’সপ্তাহ পর সেই অস্থায়ী সেতু নির্মাণ হয়। গত ১০ তারিখ থেকে জোরকদমে অস্থায়ী সেতু তৈরির কাজ শুরু হয়। বালাসন নদীর উপর পাইপ, বোল্ডার ও অন্যান্য সরঞ্জাম দিয়ে ওই সেতু তৈরি হয়েছে বলে খবর। দুই সপ্তাহের মধ্যেই ওই কাজ শেষ হয়েছে। আগামিকাল অর্থাৎ সোমবার থেকে ওই বিকল্প সেতু চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
  • Link to this news (প্রতিদিন)