দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পরে অবশেষে ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হলো। ভারতে অবস্থিত চিনের দূতাবাসের মুখপাত্র ইউ জিং রবিবার এক্সে এই বিষয়টি জানিয়েছেন। দুই প্রতিবেশী দেশের মধ্যেকার সম্পর্ক স্বাভাবিক করার জন্য এটা যে একটা বড় পদক্ষেপ তা আর বলার অপেক্ষা রাখে না।
চিনের দূতাবাসের মুখপাত্র ইউ জিং রবিবার এক্সে লিখেছেন, ‘ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা এখন বাস্তবে চালু হলো।’ পুনরায় পরিষেবা চালু হওয়ার পরে প্রথম বিমানটি রবিবার কলকাতা থেকে গুয়াংঝৌরের উদ্দেশ্যে রওনা দেয়। অন্য দিকে, আগামী ৯ নভেম্বর থেকে সাংহাই থেকে নয়া দিল্লি রুটে সপ্তাহে তিনটি করে বিমান চালু হতে চলেছে।
ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো এই পরিষেবা চালু করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। চলতি বছরে গত ২ অক্টোবর ইন্ডিগো তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, তারা চলতি বছরে ২৬ অক্টোবর থেকে কলকাতা-গুয়াংঝৌর রুটে সরাসরি বিমান পরিষেবা শুরু করবে। আর সেই রুটে প্রতিদিন বিমান পরিষেবা চলবে বলেও জানানো হয়েছিল। এই রুটে এয়ারবাস A320neo বিমান ব্যবহার করা হবে বলেও জানানো হয়েছিল।
জানা গিয়েছে, ১০ নভেম্বর থেকে দিল্লি-গুয়াংঝৌর রুটেও ইন্ডিগো প্রতিদিন বিমান পরিষেবা চালু করতে চলেছে। অনেকেই মনে করছেন, এর ফলে দুই দেশের মধ্যে যোগাযোগ আরও মজবুত হবে।
এতদিন কেন পরিষেবা বন্ধ ছিল?
ভারত ও চিনের মধ্যে বিমান চলাচল ২০২০ সালে করোনার সময়ে প্রথম স্থগিত হয়েছিল। পরবর্তীকালে, ওই বছরের জুনে গালওয়ান উপত্যকায় সীমান্ত সংঘাতের পরে দুই দেশের মধ্যে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। তবে, ২০২৪ সালে অক্টোবরে দুই পক্ষ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর টহলদারীর ব্যবস্থা নিয়ে একটি চুক্তিতে পৌঁছনোর পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। আর এ বার অনেক দিন পরে দুই দেশের মধ্যে বিমান পরিষেবা শুরু হলো।