• চলন্ত সাইকেল থেকে পড়ে রহস্যজনক মৃত্যু যুবকের! দক্ষিণ দিনাজপুরে চাঞ্চল্য
    এই সময় | ২৭ অক্টোবর ২০২৫
  • দক্ষিণ দিনাজপুরে এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মনোজ বেসরা (২৭)। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের। পরিবার সূত্রের খবর, শনিবার বিকেলে সাইকেল চালিয়ে মনোজ বাড়ি ফিরছিলেন। কুমারগঞ্জ হাই স্কুলের সামনে পৌঁছলে আচমকাই তিনি সাইকেল থেকে পড়ে যান। এর পরে জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকে মনোজকে হাসপাতাসে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

    পরিবার সূত্রের খবর, মনোজ কুমারগঞ্জ থানার ভোঁওর কুলি পাড়া এলাকার বাসিন্দা। শনিবার বিকেল চারটে নাগাদ তিনি সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। কুমারগঞ্জ হাই স্কুলের সামনে পৌঁছনোর পরে দুর্ঘটনাটি ঘটে। মনোজকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। মনোজের পরিবারের কাছেও খবর পৌঁছয়। পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মনোজকে বরাহার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে মনোজকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

    সূত্রের খবর, রবিবার বালুরঘাট পুলিশ মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে কী ভাবে মনোজের মৃত্যু ঘটল, তা এখনও জানা যায়নি। পরিবারের লোকেদের দাবি, মনোজের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। হার্ট অ্যাটাক না কি অন্য কোনও কারণে মনোজের মৃত্যু হয়েছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ঘটনার সঠিক কারণ জানতে কুমারগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

  • Link to this news (এই সময়)