• ভগৎ সিংকে হামাসের সঙ্গে তুলনা করলেন কংগ্রেস সাংসদ
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: ব্রিটিশদের হাত থেকে নিজের মাটি রক্ষা করতে ও স্বাধীনতার জন্য লড়েছিলেন ভগৎ সিং। হামাসও একই কারণে লড়াই করছে। এক পডকাস্টে সম্প্রতি এমনই বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন সাহারানপুরের কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংকে এভাবে জঙ্গি গোষ্ঠী হামাসের সঙ্গে তুলনা করতেই নানা মহলে নিন্দার ঝড় উঠেছে। ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে বিজেপি। বৃহস্পতিবার বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, ‘এই মন্তব্যের মধ্যে দিয়ে দেশের সমস্ত স্বাধীনতা সংগ্রামীকে অপমান করেছেন কংগ্রেস সাংসদ। আসলে গান্ধীকে মহান দেখাতে গিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামীদের খাটো করে দেখাচ্ছে বাম ও কংগ্রেস। জঙ্গি গোষ্ঠীগুলির প্রশংসায় মেতে উঠেছে তারা।’

    সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়েছিলেন কংগ্রেস সাংসদ। সেখানে প্যালেস্তাইন প্রসঙ্গে আলোচনা শুরু হতেই তর্ক-বিতর্ক শুরু হয়। আলোচনার সময় সঞ্চালক হামাসকে জঙ্গি সংগঠন বলতেই সরব হন সাংসদ। বলে ওঠেন, ভগৎ সিং কি সন্ত্রাসবাদী ছিলেন? পালটা প্রশ্ন করা হয়, হামাসের সঙ্গে ভগৎ সিংকে তুলনা করা যায় কি না। জবাবে সাংসদ জানান, হামাস নিজের মাটি রক্ষা করতে লড়াই করছে। স্বাধীনতার জন্য লড়াই করছে। ভগৎ সিংও দেশের মাটির জন্য লড়াই করেছিলেন। তাঁর এই মন্তব্য নিয়েই জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির কথায়, এর আগেও কানাইয়া কুমার ভগৎ সিংকে লালুপ্রসাদ যাদবের সঙ্গে তুলনা করেছিলেন। তাই অবাক হওয়ার কিছু নেই। এটাই কংগ্রেসের আসল চেহারা।
  • Link to this news (বর্তমান)