• আগেও জেল খেটেছে ক্রিকেটার শ্লীলতাহানিতে অভিযুক্ত আকিল, কড়া শাস্তির দাবি সুনীল গাভাসকারের
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৫
  • ইন্দোর: মহিলা বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটারের শ্লীলতাহানির ঘটনায় নতুন তথ্য সামনে এল। গত বৃহস্পতিবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে শ্লীলতাহানির শিকার হন ওই ক্রিকেটাররা। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত আকিল খানকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে উঠে এসেছে, আকিলের বিরুদ্ধে এটাই প্রথম অভিযোগ নয়, বরং সে বহুদিন ধরেই অপরাধ জগতের সঙ্গে জড়িত। ২৯ বছর বয়সি আকিলের বিরুদ্ধে অন্তত ১০টি ফৌজদারি মামলা রয়েছে। যার কয়েকটি ১৩ বছরের পুরোনো। একাধিকবার জেলও খেটেছে সে। আকিলের বিরুদ্ধে যৌন নির্যাতন, ডাকাতি, শারীরিক হেনস্তা ও খুনের চেষ্টার মতো অভিযোগও রয়েছে। ভারতীয় দণ্ডবিধি ছাড়াও অস্ত্র আইন, মাদক আইনেও একাধিক মামলা রয়েছে। তারপরেও শুধরোয়নি আকিল। কিছুদিন আগেই ভৈরবগড় কারাগার থেকে ১০ বছরের সাজা কাটিয়ে মুক্তি পায় সে। সেখান থেকে ইন্দোরে চলে আসে। তার কয়েকদিন মধ্যেই অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারদের শ্লীলতাহানিতে নাম জড়াল আকিলের। ইন্দোর পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজেশ দান্ডোটিয়া জানিয়েছেন, আকিল প্রথমে রঙমিস্ত্রি হিসেবে কাজ করত। তার মা-বাবা পেশায় শ্রমিক। কিন্তু রঙমিস্ত্রির কাজ ছেড়ে ক্রমশ অপরাধমূলক কাজকর্ম শুরু করে আকিল। জামিন বা প্যারোলে জেল থেকে বেরিয়েও সে বেশ কয়েকবার নতুন অপরাধ ঘটিয়েছে। এক বছর আগেও মুক্ত থাকা অবস্থায় এক দম্পতির উপর ছুরি নিয়ে হামলা চালায় আকিল। সেই ঘটনাতেও মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা করে সে। এছাড়া উজ্জ্বয়িনীতে এক পুলিশকর্মীর রাইফেল কেড়ে নিয়ে গুলি চালানোর চেষ্টাও করেছিল। 

    এদিকে, ভারতের মাটিতে দুই বিদেশি ক্রিকেটারকে হেনস্তার ঘটনায় চরম ক্ষুব্ধ সুনীল গাভাসকার। কিংবদন্তী এই এই ক্রিকেটার বলেছেন, ‘আমরা অতিথি দেবো ভব-র জন্য বিখ্যাত। কিন্তু এটি অত্যন্ত ঘৃণ্য ঘটনা। আইন অবশ্যই আইনের পথে চলবে। কিন্তু আমি আশা করব, অভিযুক্তকে যেন কড়া শাস্তি দেওয়া হয়। প্রয়োজন হলে ওকে জেলে আটকে রেখে চাবি ছুড়ে ফেলে দেওয়া হোক।’
  • Link to this news (বর্তমান)