• এনকাউন্টারে দিল্লির কুখ্যাত ছিনতাই গ্যংয়ের সদস্য গ্রেফতার
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: চারদিনের মধ্যে ফুড ডেলিভারি এগজিকিউটিভের থেকে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার কিনারা করল দিল্লি পুলিশ। এই ঘটনায় যুক্ত ‘গলা ঘোতুন গ্যাং’-এর অন্যতম সদস্য হিমাংশুকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের সঙ্গে এনকাউন্টারে জখম হয়েছে সে। হাসপাতালে চিকিৎসা চলছে তার। হিমাংশুর থেকে উদ্ধার হয়েছে একটি ০.৩২ বোরের পিস্তল এবং একটি কার্টিজ। পুলিশ জানিয়েছে, ‘গলা ঘোতুন গ্যাং’-এর অপারেশনটি বেশ অভিনব। রাতের বেলা কোনও মোটর সাইকেল চালক বা পথচারীকে তারা টার্গেট করে। প্রথমে পিছন থেকে টার্গেটের গলায় কিছু দিয়ে চেপে ধরা হয়। এরপর জ্ঞান হারালে তাঁদের কাছে থাকা মূল্যবান সামগ্রী বা অর্থ নিয়ে তারা চম্পট দেয়। সাধারণত মোটর সাইকেলে করে জোড়ায় জোড়ায় তারা অপারেশন চালায়। 

    বুধবার পুল প্রহ্লাদপুরে একজন ফুড ডেলিভারি এগজিকিউটিভের টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এবং স্থানীয় সূত্র কাজে লাগিয়ে এই ছিনতাইয়ের পিছনে ‘গলা ঘোতুন গ্যাং’-এর হাত রয়েছে বলে জানতে পারে পুলিশ। এরপর শনিবার রাতে বদরপুর ফ্লাই ওভারে গ্যাংয়ের সদস্যদের ধরতে এনকাউন্টার করে পুলিশ। সেখানেই পায়ে গুলি লাগা অবস্থায় গ্যাংয়ের অন্যতম সদস্য হিমাংশুকে পুলিশ ধরতে সক্ষম হয়।
  • Link to this news (বর্তমান)