রান্না করতে বাড়িতে ফিরে ভূমিধসের কবলে, কেরলে মর্মান্তিক মৃত্যু হল প্রৌঢ়ের
বর্তমান | ২৭ অক্টোবর ২০২৫
তিরুবনন্তপুরম: কেরলের ইদুক্কিতে ভূমিধসের জেরে মৃত্যু হল ৪৮ বছর বয়সি এক ব্যক্তির। এছাড়াও জখম হয়েছেন তাঁর স্ত্রী। আদিমালিতে চলছে জাতীয় সড়ক চওড়া করার কাজ। সেই কাজে দুর্ঘটনার আশঙ্কা করে আগেভাগেই ২৫টি পরিবারকে সরানো হয়েছিল। এতকিছুর পরেও মৃত্যু এড়ানো গেল না। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিজু। আদিমালি ব্লক পঞ্চায়েতের সদস্য কৃষ্ণমূর্তি জানিয়েছেন, ৮৫ নম্বর জাতীয় সড়ক চওড়ার জন্য মাটি সরানোর কাজ চলছে। বিজুদের বাড়িটি ছিল পাহাড়ের ঢালে। ধসের সম্ভাবনা থাকায় সকলকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়। পাশাপাশি শনিবার সন্ধ্যায় ২৫টি পরিবারকে আদিমালিতেই নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।
তবে শনিবার রাতে বিজু ও তাঁর স্ত্রী সন্ধ্যা রান্না করতে বাড়ি ফিরে যান। রাত সাড়ে দশটা নাগাদ ওই পাহাড়ে ধস নামে। তাতেই বাড়িতে আটকা পড়ে যান বিজুরা। পরে প্রায় আটটি বাড়ি কাদায় ভেসে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এবং দমকলের কর্মীরা উদ্ধারের কাজে হাত লাগান। কৃষ্ণমূর্তি বলেন, ‘ধ্বংসস্তূপের মধ্যে বিজু দম্পতি আটকে পড়েন। সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় তাঁদের বের করে আনা হয়। তবে বিজুকে বাঁচানো যায়নি। সন্ধ্যাকে প্রথমে আদিমালির একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাঁকে আলুভায় নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল।’
ঘটনার খবর পেয়ে জলসম্পদমন্ত্রী রোশি অগাস্টাইন, ইদুক্কির সাংসদ ডিন কুরিয়াকোসে, জেলাশাসক দীনেশ চেরুভাত ঘটনাস্থলে যান। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।