ভুয়ো নথি দিয়ে লাইসেন্স, তদন্তে একের পর এক নিয়মভঙ্গের হদিশ, অন্ধ্রের বাস দুর্ঘটনায় ধৃত চালক, ‘জঙ্গি’ তকমা পুলিশের
বর্তমান | ২৭ অক্টোবর ২০২৫
অমরাবতী: অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বাস দুর্ঘটনার তদন্তে এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বাস চালককে। জানা গিয়েছে, ভুয়ো শিক্ষাগত নথি জমা দিয়ে লাইসেন্স পেয়েছিলেন ধৃত চালক মিরিয়ালা লক্ষমাইয়া। এমনকী বাসটির মেরামতি ও নতুনকরে সাজিয়ে তোলার সময় সংশ্লিষ্ট পরিবহণ সংস্থাও সংশ্লিষ্ট নির্দেশিকা ও নিয়মের তোয়াক্কা করেনি।
জানা গিয়েছে, একটি বাইকের সঙ্গে সংঘর্ষের পরই বাসটিতে আগুন ধরে যায়। ওই বাইক চালকও মদ্যপ অবস্থায় ছিলেন। এভাবে একের পর এক গাফিলতি ও বেনিয়ের জেরেই প্রাণ গেল বাসের ২০ জন যাত্রীর। মদ্যপ চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। রবিবার হায়দরাবাদ সিটি পুলিশ কমিশনার ভি সি সাজ্জানার বলেন, ‘মদ্যপ চালকরা আদতে জঙ্গি। ওরাও নাশকতারই কাজ করে। মদ খেয়ে বেপরোয়াভাবে গাড়ি চালানোর জেরেই দুর্ঘটনা ঘটেছে। এই সমস্ত লোকজনকে কোনওভাবেই রেহাই দেওয়া হবে না।’ দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক মিরিয়ালাকে হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জেরা করছে পুলিশ। জানা গিয়েছে, মিরিয়ালের পড়াশোনা পঞ্চম শ্রেণি পর্যন্ত। অথচ দশম শ্রেণির ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে লাইসেন্স জোগাড় করেছিলেন। নিয়ম অনুযায়ী, হেভি ভেহিকেল লাইেসেন্সের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করতে হয়।
আবার বাসের সঙ্গে বাইকের সংঘর্ষের বিষয়টির তদন্ত করতে গিয়েও নয়া তথ্য উঠে এসেছে। মদ্যপ অবস্থায় পেট্রল পাম্প থেকে বাইক নিয়ে বেরতে দেখা গিয়েছিল শিবশঙ্কর নামে যুবককে। শুরু থেকেই টাল সামলাতে পারছিলেন না তিনি। পরে ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি। এর জেরে চালক শিবশঙ্করের মৃত্যু হয়। তাঁর সঙ্গী এরি স্বামীও গুরুতর চোট পেয়েছিলেন। এরি কোনওক্রমে উঠে রাস্তা থেকে শিবশংকরকে সরানোর চেষ্টা করছিলেন। বাইকটি তখন রাস্তার উপরেই পড়েছিল। আর ঠিক তখনই বাইকের উপর দিয়ে বেরিয়ে যায় বাসটি। এরপরই বাসটিতে আগুন ধরে যায়।  ধৃত চালক মিরিয়ালা লক্ষমাইয়া।