• ৪২ বছর পর অসম বিধানসভায় পেশ হবে নেল্লি গণহত্যার রিপোর্ট
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৫
  • গুয়াহাটি: ৪২ বছরের পর অসম বিধানসভায় পেশ হতে চলেছে কুখ্যাত নেল্লি গণহত্যার রিপোর্ট। চলতি বছরের নভেম্বর মাসেই ত্রিভুবন প্রসাদ তিওয়ারি কমিশনের রিপোর্ট পেশের সিদ্ধান্ত নিয়েছে হিমন্ত বিশ্বশর্মা সরকার। ১৯৮৩ সালে অসমে ‘বিদেশি হঠাও’ বিক্ষোভের সময়ে নেল্লিতে খুন করা হয় দুই থেকে তিন হাজার ইসলাম ধর্মালম্বীকে। যাদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু ও মহিলা। তারপরেই ঘটনার তদন্তে তিওয়ারি কমিশন গঠন করেছিল অসম সরকার। বিশ্বশর্মা জানিয়েছেন, রিপোর্টের কপিতে ত্রিভুবন প্রসাদ তিওয়ারির স্বাক্ষর ছিল না। ফলে সেটি আসল কিনা তা নিয়ে ধন্ধে ছিল পরবর্তী সরকারগুলি।  হিমন্ত বলেছেন, ‘আমরা এই রিপোর্টের সঙ্গে যুক্ত করণিক ও সচিবদের জিজ্ঞাসাবাদ করেছি। রিপোর্টটির ফরেন্সিক পরীক্ষাও হয়েছে। তারপরেই রিপোর্টটি আসল বলে প্রমাণিত হয়েছে।’ 
  • Link to this news (বর্তমান)