• জমি বিবাদ: ২ ভাইকে কুপিয়ে খুন
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৫
  • ভোপাল: প্রকাশ্য রাস্তায় দুই ভাইকে নৃশংসভাবে পিটিয়ে খুন। গত ২১ অক্টোবরের ওই  ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। জমি বিবাদের জেরেই ওই দুই ভাইকে লাঠি দিয়ে পেটানো হয়। তারপর কুঠার ও তলোয়ারের কোপে তাদের হত্যা করে একদল দুষ্কৃতী। এই ভয়াবহ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মধ্যপ্রদেশের শাহদোলের বলবাহারা গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন তিন ভাই তাঁদের দোকানে বসেছিলেন। তখনই জনা দশেক দুষ্কৃতীর দল ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে সেখানে ঢুকে তিনজনকেই ব্যাপক মারধর শুরু করে। তাঁদের বাইরে টেনে এনে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
  • Link to this news (বর্তমান)