কার্বাইড গান কাণ্ড: সতর্কতাকে গুরুত্বই দেয়নি মধ্যপ্রদেশের বিজেপি সরকার
				বর্তমান | ২৭ অক্টোবর ২০২৫
			
			ভোপাল: উৎসবের আনন্দে জল ঢেলেছে ‘কার্বাইড গান’। মধ্যপ্রদেশে দীপাবলি উদযাপনের এই ‘খেলনা বন্দুকে’ ক্ষতিগ্রস্তের সংখ্যা ৩২০ ছাড়িয়েছে। আহতদের মধ্যে ৮০ শতাংশ শিশু। অনেকেরই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার আশঙ্কা রয়েছে। এরইমধ্যে ২০২৩ সালের একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। কার্বাইড গানে কয়েকজন জখম হওয়ায় সেবার সমীক্ষা চালিয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ অন এনভায়রনমেন্ট ও আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ এনভায়রনমেন্ট। তারা সাফ জানিয়েছিল, কার্বাইড গান নিয়ে মানুষকে সচেতন করতে হবে। এই বন্দুকের কাঁচামাল ও লাইসেন্সহীন বিক্রিতে নিষেধাজ্ঞা জারি দরকার। সংশ্লিষ্ট মহলের মতে, এই সুপারিশকে  গুরুত্বই দেয়নি মধ্যপ্রদেশের বিজেপি সরকার। তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো যেত।  
			
				
				
				
					Link to this news (বর্তমান)