পদপিষ্টের ঘটনায় তদন্তভার নিল সিবিআই, মৃতদের পরিবারের সঙ্গে আজ দেখা বিজয়ের
বর্তমান | ২৭ অক্টোবর ২০২৫
চেন্নাই: গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে সমাবেশের ডাক দিয়েছিলেন অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়। সেখানে পদপিষ্ট হয়ে প্রাণ গিয়েছিল ৪১ জনের। এবার সেই ঘটনার তদন্তভার নিল সিবিআই। রবিবার কেন্দ্রীয় এজেন্সি সূত্রে এমন খবর মিলেছে। ইতিমধ্যেই সিবিআইয়ের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিয়ম অনুযায়ী, তদন্তকারী সংস্থা একটি আলাদা এফআইআর দায়ের করবে। তার ভিত্তিতে চলবে তদন্ত।
পদপিষ্টের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজয়ের দল টিভিকে। তাতে সায় দেয় শীর্ষ আদালত। কোনও সিনিয়র আধিকারিককে দিয়ে বিষয়টি খতিয়ে দেখতে সিবিআইয়ের ডিরেক্টরকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এজেন্সির তদন্তে নজরদারির জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটিও তৈরি করা হয়। এদিকে, দুর্ঘটনার একমাসের মাথায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে চলেছেন বিজয়। আজ সোমবার মামাল্লাপুরমের একটি হোটেলে সকলের সঙ্গে দেখা করবেন তিনি। টিভিকের একে নেতা জানিয়েছেন, সকাল সাড়ে সাতটায় বিজয় আসবেন। প্রতিটি পরিবারের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলবেন। এর আগে কারুর যাওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিনেতা তথা রাজনীতিবিদ। কিন্তু, বিভিন্ন কারণে দলের তরফে তা বাতিল করা হয়। তবে দীপাবলির আগে মৃতদের পরিবারকে ২০ লক্ষ টাকা করে পাঠিয়েছে বিজয়ের টিম। -ফাইল চিত্র