স্বাধীন বালোচ মন্তব্য! সলমনকে ‘সন্ত্রাসবাদী’ ঘোষণা পাকিস্তানের
বর্তমান | ২৭ অক্টোবর ২০২৫
নয়াদিল্লি: ‘সন্ত্রাসবাদী’ সলমন খান! ভারতে নয়, পাকিস্তানে। বালুচিস্তানকে ‘স্বাধীন’ বলে মন্তব্য করার জন্য বলিউডের ভাইজানের নামে এই অদ্ভুত ঘোষণা করল পাকিস্তান। আর তাতে আশঙ্কা বা উদ্বেগের বদলে হাসির রোল উঠল দেশজুড়ে। কটাক্ষের ফুলঝুরি ছুটছে চতুর্দিকে, ‘ভাত দেওয়ার মুরোদ নেই, কিল মারার গোঁসাই’।
গৃহযুদ্ধে এমনিতেই ‘সঙ্গীন দশা’ পাকিস্তানের। বালুচিস্তানে গণবিদ্রোহ, পাক অধিকৃত কাশ্মীরের অন্দরে অশান্তি, খাইবার প্রদেশে অস্থিরতা... সব মিলিয়ে তটস্থ শাহবাজের সরকার। সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে বালোচ লিবারেশন আর্মি। জাফর এক্সপ্রেসে হামলা, কালাত জেলার মঙ্গোচের সরকারি কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া, পাক সেনাদের হত্যা, অস্ত্র লুট—বালোচ বিদ্রোহীদের লাগাতার আগ্রাসনে নাস্তানাবুদ পাক সরকার। অপারেশন সিন্দুরের আবহে পাকিস্তানের যখন ‘থরহরি কম্প’ অবস্থা, তখনই স্বাধীনতার ডাক দিয়েছিল হিংলাজের প্রদেশ। এই আবহে আচমকা পাকিস্তানের কাটা ঘায়ে নুন ছিটিয়েছেন সলমন।
সম্প্রতি সৌদি আরবের রিয়াধে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের আরও দুই খান—শাহরুখ ও আমির। অনুষ্ঠানের মাঝে আচমকাই সলমন বলেন, ‘হিন্দি ছবি সৌদি আরবে মুক্তি পেলে সফল হবেই। এমনকি, তামিল, তেলুগু ছবিও এখানে মুক্তি পেলে অন্তত একশো কোটির ব্যবসা করবে। কারণ ভিন্ন ভিন্ন দেশ থেকে মানুষ এখানে এসে থাকেন। যেমন বালুচিস্তানের মানুষ থাকেন, আফগানিস্তানের মানুষ থাকেন, পাকিস্তানের মানুষও থাকেন। সকল দেশের মানুষ এখানে কাজ করছেন।’ এতেই আগুনে ঘি পড়ে ইসলামাবাদে। পাকিস্তান ও বালুচিস্তানকে আলাদাভাবে উল্লেখ করায় সলমনের মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় বইতে শুরু করে। যদিও সলমন ইচ্ছাকৃত এই কথা বলেছিলেন? নাকি ভুলবশত? তা নিয়েও বিস্তর আলোচনা চলছে। তবে এই মন্তব্যে পাকিস্তানের আঁতে যে ঘা লেগেছে, তা স্পষ্ট। সেই কারণেই সলমনকে সন্ত্রাসবাদীর তালিকায় ঢোকানোর পাশাপাশি তাঁকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইসলামাবাদ। ১৯৯৭ সালের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে চতুর্থ তালিকায় সলমনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। পাক সরকারের দাবি, জঙ্গিদের সঙ্গে যোগসূত্র রয়েছে সলমনের। এই তালিকায় নাম থাকা মানে, সলমনের গতিবিধির উপরও নজর রাখবে পাক সরকার। প্রয়োজনে আইনি ব্যবস্থাও নিতে পারে তারা। রাত পর্যন্ত এ বিষয়ে অভিনেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনিতে বাড়ির বাইরে গুলি, লাগাতার হুমকি, উড়ো ফোন—দুষ্কৃতীদের হাত থেকে রেহাই কিছুতেই মিলছে না সলমনের। তার উপর ‘জঙ্গি ঘোষণা’। যদিও সলমনের ‘স্বাধীন বালোচ’ মন্তব্যের পর বেজায় খুশি হয়েছিলেন বালোচ বিদ্রোহীরা। বিএলএ নেতা, কবি ও সমাজকর্মী মীর ইয়ার ধন্যবাদ জানিয়েছিলেন তাঁকে।
পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের আঁতুড়ঘর’ বলে লাগাতার তোপ দাগছে ভারত। সেই দেশই ভাইজানকে ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় হাসির রোল। পাকিস্তানি অভিনেতারা যখন এদেশে কোণঠাসা, তখন সলমন পাশে দাঁড়িয়েছিলেন তাঁদের। বলেছিলেন, ‘সরকার ছাড়পত্র দিলেই আমি পাক শিল্পীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’ সেই শিল্পীকেই নিষিদ্ধ ঘোষণা করা হল প্রতিবেশী রাষ্ট্রে!